করোনা আক্রান্ত অধিনায়ক রোহিত শর্মা। তাই অবশেষে ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে মায়াঙ্ক আগরওয়ালকে। লোকেশ রাহুলের চোটের পরেই মায়াঙ্ককে ইংল্যান্ড নিয়ে যাওয়ার কথা হয়েছিলো। তবে অসমাপ্ত টেস্ট সিরিজের মাত্র একটি টেস্টের জন্য পরবর্তীতে মায়াঙ্ককে না নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। রোহিত করোনা সংক্রমিত হয়ে পড়ায় বাধ্য হয়ে মায়াঙ্ক পেলেন ইংল্যান্ড সফরের ডাক।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের সামনে। তা না হলে সিরিজ ড্রয়ের পাশাপাশি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতে বড় ধাক্কা খাবে ভারত। তবে ভারত শিবিরে সময়টা ভালো যাচ্ছে না। লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মা আক্রান্ত হয়েছেন করোনাতে। এই অবস্থায় মায়াঙ্ককে উড়িয়ে নিয়ে যাওয়ার আর কোনো বিকল্প দেখতে পাচ্ছেন না টিম ম্যানেজমেন্ট।
ভারতীয় দলের সাথে প্রথমেই ইংল্যান্ড যাওয়ার জন্য মায়াঙ্ককে ঠিক করা হয়েছিলো। পরে একটি টেস্টের জন্য মায়াঙ্ককে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে বিসিসিআই। শুবমন গিল কোনো কারণে চোট পেলে বিকল্প হিসেবে হনুমা বিহারী ছিলেন। কিন্তু অধিনায়ক রোহিতই যে করোনা আক্রান্ত হয়ে পড়বেন তা কার্যত অনুমান করা যায়নি। রোহিত টেস্টের আগে সুস্থ হয়ে না উঠলে দলকে কে নেতৃত্ব দেবেন সে প্রশ্নও উঠছে।
ব্যাঙ্গালুরুতে অনুশীলন করছিলেন মায়াঙ্ক। তাঁকে সেই নির্দেশই দেওয়া হয়েছিলো। তার কারণ অনুশীলন চলাকালীন বা প্র্যাকটিস ম্যাচে কেউ চোট পেলে তাঁর ডাক আসতে পারে। ডাক পেয়েও গেলেন তিনি। তবে সাম্প্রতিক ফর্মের দিকে তাকিয়ে মায়াঙ্কের প্রথম একাদশে সুযোগ পাওয়ার কোনো নিশ্চয়তা নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন