লর্ডস টেস্টের চতুর্থ দিন শেষ। দ্বিতীয় ইনিংসে ভারত ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৮১ রান। বিরাট বাহিনী ইংল্যান্ডকে লীড দিয়েছে ১৫৪ রানের। চতুর্থ দিনের শেষে কিছুটা হলেও এগিয়ে রয়েছে ব্রিটিশরাই। ভারতের হয়ে এখন বাইশ গজে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ(১৪*) এবং ইশান্ত শর্মা(৪*)। আগামীকাল ভারত তাদের রান কতদূর নিয়ে যেতে পারবে তা সময়ই বলবে। তবে উড, অ্যান্ডারসন, স্যাম কুরেনরা যেভাবে দাপট দেখিয়েছেন তাতে ভারত খুব একটা স্বস্তির ঘুম ঘুমোতে পারবে বলে মনে হয় না।
প্রথম ইনিংসে ভারতের ৩৬৪ রানের জবাবে ৩৯১ রান তোলে ব্রিটিশরা। নটিংহ্যামে দুরন্ত শতরান হাঁকানোর পর লর্ডসে ১৮০* রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায়। দুই ওপেনার লোকেশ রাহুল(৫*) এবং রোহিত শর্মা(২১*)শীঘ্রই ফিরে যান। দুজনকেই ফেরান মার্ক উড।
ইংল্যান্ডে চলতি সিরিজে এখনও ছন্দ ফিরে পেলেন না বিরাট কোহলি। অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখাতে গিয়ে আবারও ব্যর্থ হলেন তিনি। মাত্র ২০ রান করেই স্যাম কুরেনের শিকার হন। টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়ে ধুঁকতে থাকা ভারতকে আশা জোগান রাহানে এবং পূজারা জুটি। রাহানে এই ম্যাচে ১৪৬ বলে ৬১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পূজারা ৪৫ রান করে উডের শিকার হন।
ইংল্যান্ডের হয়ে এদিন তিনটি মহা মূল্যবান উইকেট তুলে নেয় মার্ক উড। জোড়া উইকেট আসে মঈন আলির ঝুলিতে এবং একটি উইকেট তুলে নেয় স্যাম কুরেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন