'ক্রিকেটের মক্কায়' শামি ম্যাজিক। যে উইকেটে ভারতের টপ-মিডিল অর্ডারের ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হয়ে ফিরে গেছেন, সেখানে অনবদ্য অর্ধশতরান করে দেখালেন বাংলার পেসার মহম্মদ শামি(৫৬*)। শামির সাথে যোগ্য সঙ্গ দিয়ে লড়াই চালালেন জসপ্রীত বুমরাহও(৩৪*)। দুই স্পিডস্টার শামি ও বুমরাহর অনবদ্য ইনিংসে ভর করে বড় লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া।৮ উইকেটের বিনিময়ে ২৯৮ রানে ইনিংস ডিক্লিয়ার করেন বিরাট কোহলি। ইংল্যান্ডের সামনে ২৭২ রানের লক্ষ্য রাখে টিম ইন্ডিয়া।
শেষ দিনে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে ব্রিটিশরা। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা দেখেন দুই ওপেনার রোরি বার্নস এবং ডমেনিক সিবলে। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ রানে ২ উইকেট হারিয়েছে ইংল্যান্ড। ব্যাট করছেন জো রুট(৮*) এবং হাসিব হামিদ(৬*)।
লর্ডসে চতুর্থ দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করেছিলো ভারত। ইংল্যান্ডের সামনে ১৫৪ রানের লীড রেখে পঞ্চম দিনের খেলা শুরু করেছিলো টিম ইন্ডিয়া। শেষ দিনের শুরুতে ভারতের হয়ে ব্যাট করতে নামেন ইশান্ত শর্মা ও ঋষভ পন্থ। গতকালে অপরাজিত থাকা এই জুটি পঞ্চম দিনে শুরুটা ভালো করতে পারেননি। পন্থ ২২ রানে এবং ইশান্ত শর্মা ১৬ রানে আউট হয়ে ফিরে যান।
৮ উইকেট হারানোর পর ভারতের হয়ে অনবদ্য ইনিংস খেলেন শামি-বুমরাহ জুটি। মহম্মদ শামি ৫৭ বলে পূরণ করেন অর্ধশতরান। সবমিলিয়ে ৭০ বলে ৫৬* রানে অপরাজিত থাকেন শামি। বুমরাহ অপরাজিত থাকেন ৩৪* রানে। ৮ উইকেট হারিয়ে ২৯৮ রানে ইনিংস ছাড়ে ভারত। ইংল্যান্ডের সামনে ২৭২ রানের লক্ষ্য মাত্রা রাখ টিম ইন্ডিয়া।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন