IND vs ENG: পঞ্চম টেস্টের প্রথম ইনিংসেই একাধিক রেকর্ড যশস্বীর! ৩ উইকেট হারিয়ে বড় লিডের পথে ভারত

People's Reporter: টেস্ট ক্রিকেটে ১০০০ রান পূরণ করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে টেস্ট সিরিজে ৭০০ রানের গণ্ডি পেরিয়েছেন যশস্বী।
যশস্বী জয়সওয়াল
যশস্বী জয়সওয়ালছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

ইংল্যান্ড বনাম ভারতের টেস্ট সিরিজের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল। টপকালেন ৭০০ রানের গণ্ডিও। পাশাপাশি ছক্কা মারার নিরিখে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকেও স্পর্শ করলেন এই তরুণ ক্রিকেটার।

টেস্ট সিরিজ জিতেছে ভারত। কিন্তু নিয়মরক্ষার ম্যাচ অর্থাৎ শেষ টেস্ট ম্যাচে খেলতে নেমেই একাধিক রেকর্ড গড়লেন যশস্বী। টেস্ট ক্রিকেটে ১০০০ রান পূরণ করেছেন তিনি। এছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে টেস্ট সিরিজে ৭০০ রানের গণ্ডি পেরিয়েছেন যশস্বী। এই তরুণ ক্রিকেটারের ৪৫ রান দরকার ছিল ৭০০ রানের মাইলস্টোন ছোঁয়ার। প্রথম ইনিংসে ৫৭ রান করে আউট হন তিনি।

এর আগে ভারত এবং ইংল্যান্ড সিরিজে ৭০০ রানের গণ্ডি টপকেছেন মাত্র দু'জন ক্রিকেটার। তাঁরা হলেন জো রুট এবং গ্রাহাম গুচ। জো রুট ২০২১-২২ সালে টেস্ট সিরিজে করেছিলেন ৭৩৭ রান। ১৯৯০ সালের সিরিজে ৭৫২ রান করেছিলেন গ্রাহাম।

৭০০ রান টপকানোর পাশাপাশি এক টেস্ট সিরিজে সর্বাধিক ছক্কা মারার তালিকায় বেন স্টোকসের সাথে দ্বিতীয় স্থানে উঠে এলেন যশস্বী। এখনও পর্যন্ত ২৬টি ছক্কা মেরেছেন তিনি (দ্বিতীয় ইনিংস বাকি আছে)। ২০২২ সালে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস মেরেছিলেন ২৬টি ছক্কা। শীর্ষে আছেন ব্রেন্ডন ম্যাক্যুলাম। ২০১৪ সালে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৩টি ছক্কা।

পঞ্চম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৭৫ রানে ৩ উইকেট থাকার পর ইংল্যান্ড থেমে যায় ২১৮ রানে। ভারতীয় স্পিনারদের দাপটে ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নিজের শততম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই অশ্বিন নেন ৪ উইকেট। ৫টি উইকেট যায় কুলদীপ যাদবের ঝুলিতে। ১টি উইকেট পান রবীন্দ্র জাদেজা।

প্রতিবেদন লেখা পর্যন্ত, ভারতের রান ৩৫৬ রানে ৩ উইকেট। ব্যাট করছেন সরফরাজ খান এবং দেবদত্ত পারিকল। রোহিত শর্মা ১০৩ রান এবং শুবমন গিল ১১০ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন। ১৩৮ রানের লিড রয়েছে ভারতের।

যশস্বী জয়সওয়াল
Kolkata Derby: ডার্বি টিকিটের দামে বৈষম্য চলবে না, জানিয়ে দিল আদালত
যশস্বী জয়সওয়াল
UCL 2023-24: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পিএসজি, লাজিওকে হারিয়ে কোয়ার্টারে মিউনিখও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in