IND vs NZ: নিয়মরক্ষার ম্যাচে নেই বুমরাহ, ওয়াশিংটনের জোড়া উইকেটে চাপে নিউজিল্যান্ড!

People's Reporter: টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড।
জোড়া উইকেট ওয়াশিংটন সুন্দরের
জোড়া উইকেট ওয়াশিংটন সুন্দরেরছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

সিরিজের নিয়মরক্ষার ম্যাচ হলেও নিউজিল্যান্ডকে হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। লাঞ্চের আগে ৯২ রানে ৩ উইকেট হারিয়েছে কিউইরা। জোড়া উইকেট নেন ওয়াশিংটন সুন্দর

ওয়াংখেড়েতে সিরিজের নিয়মরক্ষার ম্যাচ খেলতে নেমেছে ভারত। সিরিজ হারলেও এই ম্যাচের যে বাড়তি গুরুত্ব রয়েছে তা সকল ক্রিকেটপ্রেমী জানেন। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল। সরাসরি ফাইনালে জেতে গেলে এই ম্যাচ জিততে হবে টিম ইন্ডিয়াকে।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ১৫ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আকাশ দীপের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন ডিভন কনওয়ে (৪)। এরপর জোড়া উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। রাচীন রবীন্দ্র (৫) ও কিউই অধিনায়ক টম ল্যাথামকে (২৮) ফেরান তিনি। লাঞ্চের আগে ৩ উইকেটের বিনিময়ে ৯২ রান করেছে নিউজিল্যান্ড।

এই টেস্টে নেই ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর বদলে দলে জায়গা করে নিয়েছেন মহম্মদ সিরাজ। বুমরাহ অসুস্থ হওয়ার কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে বলেই জানান রোহিত শর্মা। তবে অনেকেই মনে করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সেই কথা ভেবেও বুমরাহকে নামানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in