নিউজিল্যান্ডের বোলারদের দাপটে বিধ্বস্ত ভারতীয় ব্যাটাররা। ৫ জন ফিরলেন শূন্য রানে। লাঞ্চের আগেই ৩৪ রানে ৬ উইকেট হারায় ভারত। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৬ রানে। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে এটাই সবচেয়ে কম রান ভারতের।
বুধবার বৃষ্টির কারণে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু নিউজিল্যান্ডের বোলিং-র সামনে তাসের ঘরের মতো ভাঙতে থাকে ভারতের ব্যাটিং লাইন আপ।
বিরাট কোহলি, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং সরফরাজ খান ফেরেন শূন্য রানে। ম্যাট হেনরি এবং উইল ও'রৌরকের বোলিং-র সামনে খাতা খুলতেই পারেননি ভারতীয় ব্যাটাররা।
৬৩ বলে ১৩ রান করেন যশস্বী জয়সওয়াল, ১৬ বলে ২ রান করেন রোহিত শর্মা, ৪৯ বলে ২০ রান করে প্যাভিলিয়নে ফেরেন ঋষভ পন্থ। ৩ বলে ১ রান করে আউট হন জসপ্রীত বুমরাহ। ১৭ বলে ২ রান করে আউট হন কুলদীপ যাদব এবং ১৬ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন মহম্মদ সিরাজ।
টেস্ট ক্রিকেটের যে কোনও ইনিংসে ভারতের সবথেকে কম রান ৩৬। ২০২০ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লজ্জার রেকর্ড করেছিল ভারত। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অল আউট হয়েছিল ভারত। ১৯৪৭ সালে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং ১৯৫২ সালে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানেই অল আউট হয়েছিল ভারত। ১৯৯৬ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৬ রানে শেষ হয়েছিল ভারতের ইনিংস। ঘরের মাঠে টেস্টে ভারতের সব থেকে কম রান ছিল ৭৫। দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই নজির গড়েছিল ভারতীয় ক্রিকেট দল। কিন্তু এদিন সেই রেকর্ডও ভেঙে ছিল ভারতীয় ক্রিকেট দল। ৪৬ রানে অল আউট হয়েছে ভারত।
নিউজিল্যান্ডের হয়ে ৫টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। ৪টি উইকেট নেন উইল ও'রৌরকে এবং ১টি উইকেট পেয়েছেন টিম সাউদি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন