৪৬২ রানে থামলো ভারতের দ্বিতীয় ইনিংস। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ জিততে হলে নিউজিল্যান্ডের দরকার ১০৭ রান। অন্যদিকে ম্যাচ জেতার জন্য বুমরাহ, অশ্বিনদের দিকে তাকিয়ে ভারতীয় দর্শকরা।
ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪০২ রান তোলে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংস থেকে ম্যাচে ফেরার লড়াই শুরু করে ভারত। যশস্বী জয়সওয়ালের ৩৪, রোহিত শর্মার ৫২, বিরাট কোহলির ৭০, ঋষভ পন্থের ৯৯ এবং সরফরাজের ১৫০ রানের উপর ভর করে ৪৬২ রান করে ভারত।
ঋষভ পন্থ এবং সরফরাজ খানের মধ্যে ১৭৭ রানের পার্টনারশিপ হওয়ার পর আর কোনও বড় পার্টনারশিপ দেখা যায়নি। কে এল রাহুল ফেরেন ১২ রানে, রবীন্দ্র জাদেজা আউট হন ৬ রান করে, রবিচন্দ্রন অশ্বিন ফেরেন ১৫ রানে, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ খাতা খুলতে পারেননি। কুলদীপ যাদব করেন ৬ রান।
নিউজিল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট হেনরি ও উইল ও'রৌরকে। ২টি উইকেট পান আজাজ প্যাটেল এবং ১টি করে উইকেট নেন টিম সাউদি ও গ্লেন ফিলিপস।
নিউজিল্যান্ডের জেতার জন্য প্রয়োজন ১০৭ রান। আগামীকাল যদি বৃষ্টি না হয় তাহলে পুরো দিনটা সেই রান তোলার জন্য থাকবে কিউইদের জন্য। শনিবারই ম্যাচ শুরু হয়েছিল। বুমরাহ ৪টি বলও করেছিলেন। কিন্তু মাঠে আলো কমে আসায় আম্পায়ার ম্যাচ বন্ধ করে দেন। যা নিয়ে ক্ষিপ্ত হন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। পরে বৃষ্টি আসার কারণে আর ম্যাচ শুরু হয়নি। আগামীকাল ম্যাচ জেতার জন্য বাড়তি দায়িত্ব নিতে হবে ভারতীয় বোলারদের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন