‘সুন্দর’ ম্যাজিকে তাসের ঘরের মতো ভেঙে পড়লো নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১০ উইকেট হারিয়ে মাত্র ২৫৯ রান তুলতে সক্ষম হয় কিউইরা। ৫৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে এখনও পর্যন্ত কেরিয়ারের সেরা বোলিং করলেন ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে দিনের শেষে ভারত ১ উইকেট হারিয়ে ১৬ রান করেছে।
পুণে টেস্টে কুলদীপ যাদবের জায়গায় দলে নেওয়া হয় ওয়াশিংটন সুন্দরকে। সুযোগ পেয়েই নিজের যোগ্যতা বুঝিয়ে দিলেন তিনি। বেঙ্গালুরু টেস্ট হারের পর ভারত মরিয়া হয়ে উঠেছে সিরিজ জেতার। বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক। অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দর জুটি মিলে নেন ১০ উইকেট। ৫৯ রান দিয়ে ৭ উইকেট নেন সুন্দর এবং ৬৪ রান দিয়ে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে সেরা বোলিং করলেন ওয়াশিংটন। এর আগে এক ইনিংসে ওয়াশিংটনের সেরা বোলিং ছিল ৮৯ রানের বিনিময়ে ৩ উইকেট। কিউইদের ইনিংস শেষ হয় ২৫৯ রানে। ১৪১ বল খেলে ৭৬ রান করেন ডিভন কনওয়ে, ১০৫ বলে ৬৫ রান করেন রাচিন রবীন্দ্র। এছাড়া ৫১ বলে ৩৩ রান করেন মিচেল স্যান্টনার।
জবাবে ব্যাট করতে নেমে ০ রানে ফেরেন রোহিত শর্মা। ভারত অধিনায়কের উইকেট নেন টিম সাউদি। দিনের শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ১৬ রান করেছে। ৬ রানে অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল এবং ১০ রানে অপরাজিত রয়েছেন শুবমন গিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন