কানপুর টেস্টের এমন পরিসমাপ্তি হয়তো আশা করেননি আজিঙ্কে রাহানেরা। জাদেজা-অশ্বিনের ঘূর্ণিতে যখন কোণঠাসা নিউজিল্যান্ড দল তখন শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যান রাচীন রবীন্দ্র। সফলও হন তিনি। ৮৯.২ ওভারে নিউজিল্যান্ডের নবম উইকেটটি তুলে নিয়ে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলো ভারত। তবে সেখান থেকে আজাজ প্যাটেলকে সঙ্গে নিয়ে নিউজিল্যান্ডের হার বাঁচিয়েছেন রাচীন রবীন্দ্র। ৯১ বলে ১৮* রানে অপরাজিত রইলেন রবীন্দ্র। ২৩ বলে ২* রানে অপরাজিত থেকে হার না মানা লড়াই লড়লেন আজাজ। ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে।
গতকাল অর্থাৎ চতুর্থ দিনে একটি উইকেট হারিয়ে ছিলো নিউজিল্যান্ড। পঞ্চম দিনের প্রথম সেশনে কোনো উইকেট হারাতে হয়নি। টম লেথাম এবং উইলিয়াম সোমেরভিল দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সুন্দর ভাবেই। তবে দ্বিতীয় সেশনে এসে তিনটি উইকেট হারিয়ে ফেলেন কিউইরা। সোমেরভিল ৩৬ রান করে ফিরে যান উমেশ যাদবের শিকার হয়ে। অর্ধশতরান পূর্ণ করা লেথামকে(৫২) ফেরান অশ্বিন। রস টেলর করেন মাত্র ২ রান। টেলারকে ফিরিয়েছেন জাদেজা। চা পানের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিলো ৪ উইকেটের বিনিময়ে ১২৫ রান।
তৃতীয় সেশনে নিউজিল্যান্ডের মিডল অর্ডারকে কার্যত একা হাতে গুঁড়িয়ে দেন ভারতীয় স্পিনাররা। ৬৫ তম ওভারের প্রথম বলেই নিকোলাসকে ব্যক্তিগত ১ রানে ফেরত পাঠান অক্ষর প্যাটেল। ৭০ তম ওভারে ব্যক্তিগত ২৪ রান করে জাদেজার শিকার হয়ে ফিরে যান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ৭৯ তম ওভারে টম ব্লান্ডেলকে(২) ক্লিন বোল্ড করেন অশ্বিন। এরপর ৮৬ তম ওভারের শেষ বলে কাইল জেমিসনকে(৫) ফেরান জাদেজা। ৯০ তম ওভারের দ্বিতীয় বলে জাদেজার বলে ফিরে যান টিম সাউদি। সাউদি ফিরে যাওয়ার সময় নিউজিল্যান্ডের স্কোর ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান। আর একটি উইকেট তুলে নিলেই জয় অর্জন করতেন রাহুল দ্রাবিড়রা। তবে দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন রাচীন রবীন্দ্র। কাঙ্খিত জয় অধরাই থাকে আজিঙ্কে রাহানে, চেতেশ্বর পূজারাদের।
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে বল হাতে নজর কেড়েছেন রবীন্দ্র জাদেজা। ২৮ ওভারে ১০ টি মেডেন সহ ৪ উইকেট তুলে নিয়েছেন। রান দিয়েছেন ৪০। রবিচন্দ্রন অশ্বিন ৩০ ওভারে ১২ টি মেডেন সহ ৩ টি উইকেট নিয়েছেন। রান দিয়েছেন ৩৫। অক্ষর প্যাটেল এবং উমেশ যাদব একটি করে উইকেট নিয়েছেন। কানপুর টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শ্রেয়স আয়ার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন