IND vs NZ: বৃষ্টি বিঘ্নিত ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট! কমলা সতর্কতা বেঙ্গালুরুতে

People's Reporter: ভারতের মাটিতে ৩৬ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ১৭ বার জিতেছে ভারত এবং কিউইরা জিতেছে মাত্র ২টি টেস্ট।
চিন্নাস্বামী স্টেডিয়াম
চিন্নাস্বামী স্টেডিয়ামছবি - সংগৃহীত
Published on

বেঙ্গালুরুতে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের টস এখনও হয়নি। আবহাওয়ার কারণে ভেস্তে যেতে পারে টেস্টের প্রথম দিন। ইতিমধ্যেই বেঙ্গালুরুতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার শুরু হওয়ার কথা ছিল টেস্ট ম্যাচ। বৃষ্টির কারণে টস করাই সম্ভব হয়নি। পিচ ঢাকা দেওয়া রয়েছে। প্রথম সেশন বাতিল হয়েছে। তবে ম্যাচ এখনও বাতিল ঘোষণা করা হয়নি।

উল্লেখ্য, মোট ৬২ বার টেস্টে মুখোমুখি হয়েছে ভারত এবং নিউজিল্যান্ড। যার মধ্যে ২২ বার জিতেছে ভারত, ১৩টি জিতেছে নিউজিল্যান্ড। ২৭টি ম্যাচ ড্র হয়েছে। ভারতের মাটিতে ৩৬ বার মুখোমুখি হয়েছে দুই দেশ। যার মধ্যে ১৭ বার জিতেছে ভারত এবং কিউইরা জিতেছে মাত্র ২টি টেস্ট। ভারতের মাটিতে নিউজিল্যান্ড শেষ টেস্ট জিতেছে ১৯৮৮ সালে। বেঙ্গালুরুর মাটিতে এখনও পর্যন্ত ভারতকে একটিও টেস্ট ম্যাচে হারাতে পারেনি নিউজিল্যান্ড।

ভারতের ফুল স্কোয়াড - রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুবমন গিল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, সরফরাজ খান এবং ধ্রুব জুড়েল।

নিউজিল্যান্ডের ফুল স্কোয়াড - টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাম্পম্যান, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল, ডিভন কনওয়ে, গ্লেন ফিলিপ্স, টিম সাউদি, উইল্লিয়াম ও রৌরকি, ইস সোদি, আজাজ প্যাটেল, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার এবং বেন সিয়র্স।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in