IND vs NZ: বেঙ্গালুরুর মাটিতে ধোনির রেকর্ড ভাঙলেন ঋষভ, ১৫০ রানে ফিরলেন সরফরাজ

People's Reporter: ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে টেস্টে ধোনি ৬৯ ইনিংসে ২৫০০ রান পূরণ করেছিলেন। সেই রেকর্ড মাত্র ৬২ ইনিংসে ভাঙলেন ঋষভ।
IND vs NZ: বেঙ্গালুরুর মাটিতে ধোনির রেকর্ড ভাঙলেন ঋষভ, ১৫০ রানে ফিরলেন সরফরাজ
ছবি সৌজন্যে - ইন্ডিয়ান ক্রিকেটের এক্স হ্যান্ডেল
Published on

নিউজিল্যান্ডের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়ে চলেছে ভারত। এবার ভারতীয় উইকেটকিপার হিসেবে টেস্টে দ্রুততম ২৫০০ রানের মাইলফলক ছুঁলেন ঋষভ পন্থ। এতদিন এই রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনির দখলে।

পিছিয়ে থেকে শুরু করে এখন লড়াই করছে ভারত। দলের হয়ে লড়ছেন ঋষভ পন্থ এবং সরফরাজ খান। আর দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক খেলছেন ঋষভ। এবার তিনি মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙলেন। ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে টেস্টে ধোনি ৬৯ ইনিংসে ২৫০০ রান পূরণ করেছিলেন। সেই রেকর্ড মাত্র ৬২ ইনিংসে ভাঙলেন ঋষভ।

তাছাড়া টেস্ট ক্রিকেটে কপিল দেবের ছয় মারার রেকর্ডও ভাঙলেন ঋষভ। ১৩১ ম্যাচে কপিল দেব মেরেছিলেন ৬১টি ছয়। ঋষভ পন্থ ৩৬ ম্যাচে এখনও পর্যন্ত ৬৪টি ছয় মেরেছেন।

বর্তমানে ৭৭ রানের লিড রয়েছে ভারতের। ৯৯ রানে ফিরলেন ঋষভ পন্থ। চতুর্থ উইকেটে ২১১ বলে ১৭৭ রানের পার্টনারশিপ করেন ঋষভ এবং সরফরাজ খান। ১৫০ রান করে আউট হন সরফরাজ খান। ব্যাটিং করছেন কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা। ভারতের এই ইনিংস এখন কোথায় থামে সেটাই দেখার।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in