IND vs NZ: অস্ত্রোপচার করা হাঁটুতেই চোট! তৃতীয় দিনের শুরুতে মাঠে নেই ঋষভ, কেমন আছেন তিনি?

People's Reporter: লাঞ্চের আগে ৭ উইকেট হারিয়ে ৩৪৫ রান করেছে নিউজিল্যান্ড। ২৯৯ রানের লিড রয়েছে।
ঋষভ পন্থ
ঋষভ পন্থছবি - দিল্লি ক্যাপিটালসের ফেসবুক পেজ
Published on

হাঁটুর চোটের কারণে তৃতীয় দিনে উইকেট কিপিং করতে নামলেন না ঋষভ পন্থ। তাঁর বদলে কিপিং করছেন পরিবর্ত হিসেবে নামা ধ্রুব জুড়েল। পন্থের চোট বেশ গুরুতর বলেই মনে করা হচ্ছে। চিকিৎসকদের অনুমতি ছাড়া তাঁকে মাঠে নামাবে না টিম ইন্ডিয়া।

সকলেই জানেন গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ঋষভ পন্থ। কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। দীর্ঘদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছিল। সেই সময় ডান হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল। বৃহস্পতিবার একই হাঁটুতে ফের বল লাগে ঋষভের। তখনই মাঠ ছেড়ে বেরিয়ে যান পন্থ। পরিবর্তে নামেন ধ্রুব জুড়েল। আজও তাঁকে নামানো হয়নি। তবে দ্বিতীয় ইনিংসে তিনি ব্যাট করবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে।

গতকালই দিনের শেষে রোহিত শর্মা জানান, 'দুর্ভাগ্যবশত বলটি সোজা গিয়ে ঋষভের হাঁটুতে লাগে। ওই হাঁটুতেই তাঁর অস্ত্রোপচার হয়েছিল। বেশ ফুলে গেছে জায়গাটা। আর এই পেশীগুলি বেশ নরম থাকে। তাই আমরা ঋষভকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছি না। আশা করি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে'।

অন্যদিকে, শুক্রবার দিনের শুরুতে একের পর এক উইকেট নিয়েছে ভারত। লাঞ্চের আগে ৭ উইকেট হারিয়ে ৩৪৫ রান করেছে নিউজিল্যান্ড। ২৯৯ রানের লিড রয়েছে। গতকাল ১টি করে উইকেট পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন এবং কুলদীপ যাদব। আজ ১টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ। ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

১২৫ বল খেলে ১০৪ রানে অপরাজিত রয়েছেন রাচিন রবীন্দ্র। ৫০ বলে ৪৯ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন কিউই পেসার টিম সাউদি।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in