কানপুরে অভিষেক টেস্টেই ঝলমলে ইনিংস খেললেন শ্রেয়স আয়ার। অধিনায়ক আজিঙ্কে রাহানে এবং সহ অধিনায়ক চেতেশ্বর পূজারা চরম ব্যর্থ হলেও জাদেজা এবং শ্রেয়স আয়ার জুটি ভারতকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৪ উইকেটের বিনিময়ে ২৫৮ রান। শ্রেয়স আয়ার অপরাজিত রয়েছেন ৭৫* রানে এবং রবীন্দ্র জাদেজা অপরাজিত রয়েছেন ৫০* রানে। কানপুরে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচেই গ্যালারি জুড়ে উঠলো পাক বিরোধী স্লোগান। জিতেগা ভাই জিতেগা, ইন্ডিয়া জিতেগা স্লোগানের পাশাপাশি পাকিস্তান মুর্দাবাদ বলতে শোনা যায় ভারতীয় ভক্তদের। ভারত মাতা কি জয় ধ্বনিও ভেসে আসে গ্যালারি থেকে।
গ্রিন পার্কে টসে জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মধ্যাহ্ণভোজের বিরতির আগে ভারতের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৮২ রান। মায়াঙ্ক আগরওয়াল মাত্র ১৩ রান করেই ফিরে গিয়েছিলেন। শুবমন গিলের ব্যাটে অর্ধশতরান আসে। ৯৩ বলে ৫২ রান করে জেমিসনের শিকার হন তিনি। চেতেশ্বর পূজারা এবং আজিঙ্কে রাহানে উইকেটে থিতু হলেও বড় ইনিংস খেলতে পারেননি। পূজারা করেন ২৬ রান এবং রাহানে ৩৫ রান।
চা পানের বিরতিতে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৫৪ রান। প্রথম দিনের তৃতীয় সেশনে একটিও উইকেট খোয়াতে হয়নি ভারতকে। ধাক্কা খাওয়া দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যান শ্রেয়স আয়ার এবং রবীন্দ্র জাদেজা। অভিষেক ম্যাচে ৭৫* রানে অপরাজিত রয়েছেন তিনি। রবীন্দ্র জাদেজাও পূর্ণ করেছেন অর্ধশতরান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন