IND vs NZ: অভিষেক টেস্টেই শতরান শ্রেয়স আইয়ারের

গতকাল প্রথম দিনের শেষে ১৩৬ বলে ৭৫* রানে অপরাজিত ছিলেন শ্রেয়স আয়ার।
শ্রেয়স আইয়ার
শ্রেয়স আইয়ারছবি - সংগৃহীত
Published on

অভিষেক টেস্টেই শতরান জুড়লেন শ্রেয়স আইয়ার। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তিন অঙ্কের স্কোর স্পর্শ করলেন শ্রেয়স। ১৬ তম ভারতীয় ক্রিকেটার হিসেবে কেরিয়ারের অভিষেক টেস্টে শতরান জুড়লেন তিনি। এছাড়া তৃতীয় ভারতীয় হিসেবে অভিষেক টেস্টে কিউইদের বিপক্ষে শতরান জোড়ার নজির গড়লেন সাতাশে পা ফেলতে যাওয়া শ্রেয়স।

গতকাল প্রথম দিনের শেষে ১৩৬ বলে ৭৫* রানে অপরাজিত ছিলেন শ্রেয়স আয়ার। তাঁর ব্যাটে শতরানের আশায় বুক বেঁধেছিলো ভারতীয় ক্রিকেট ফ্যানেরা। ভক্তদের হতাশ করেননি তিনি। ১৫৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করে স্বপ্নের যাত্রা শুরু করলেন মুম্বইয়ের ছেলে। শ্রেয়সের শতরানের ইনিংস সাজানো রয়েছে ১৩ টি বাউন্ডারি এবং ২ টি ওভার বাউন্ডারির মাধ্যমে। ১৭১ বলে ১০৫ রান করে সাউদির শিকার হয়ে ফিরে গেছেন তিনি।

১৯৫৫ সালে এজি কৃপাল সিং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদে অপরাজিত ১০০* রানের ইনিংস খেলেছিলেন। এরপর ভারতের হোম টেস্টে কিউইদের বিপক্ষে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কিউইদের বিপক্ষে অভিষেক টেস্টে কানপুরে শতরান জুড়লেন শ্রেয়স আইয়ার। গতকাল অর্ধশতরান করে অপরাজিত থাকা রবীন্দ্র জাদেজা দ্বিতীয় দিনের শুরুতেই আউট হয়ে ফিরে গেছেন।

ঋদ্ধিমান সাহা (১),অক্ষর প্যাটেলও (৩) দাঁড়াতে পারেননি সাউদির সামনে। প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করেছে ভারত। রবিচন্দ্রন অশ্বিন (২১*) ও উমেশ যাদব (০*) বাইশ গজে রয়েছেন। কিউইদের হয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন অভিজ্ঞ টিম সাউদি। এছাড়া ৩ টি উইকেট নিয়েছেন কাইল জেমিসন।

শ্রেয়স আইয়ার
IND vs NZ: অভিষেক টেস্টেই ঝলমলে ইনিংস শ্রেয়স আয়ারের, গ্যালারি জুড়ে পাক বিরোধী স্লোগান!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in