বেঙ্গালুরুর পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুণে টেস্টেও হেরেছে ভারত। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জেতে নিউজিল্যান্ড। দুই ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতকে হারায়। তারপরই টিম ইন্ডিয়াকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। যদিও এই অবস্থায় ভারতীয় দলের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
অনেকে বলছেন এই ভারতীয় দলের স্পিন খেলার ক্ষমতা নেই। তারা শুধু পাটা উইকেটেই ব্যাট করতে পারে। যদিও ঘরের মাঠে ভারতের হারের পরে সৌরভ গাঙ্গুলি বলেন, 'ভালো ক্রিকেটের জন্য ভালো মানের বাইশ গজ জরুরি। পুণে টেস্টের পিচ ভালো ছিল না।'
তবে সৌরভ নিউজিল্যান্ডের কৃতিত্বকেও সম্মান জানাতে ভোলেননি। তিনি জানান, 'ভারতের মাটিতে ভারতকে হারানো সোজা নয়। ১২ বছর পরে ভারত ঘরের মাঠে টেস্ট সিরিজ হারলো। বোঝাই যাচ্ছে কত কঠিন ভারতকে হারানো। তবে ভারত এই হার থেকে শিক্ষা নেবে। ভালো দল এরা, এতো ঘাবড়ানোর কিছুই নেই। তরুণ ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট নতুন খেলছে। তাদের সময় দিতে হবে।'
বিরাট কোহলির খারাপ ফর্ম নিয়েও চিন্তিত নন মহারাজ। তাঁর কথায়, 'সচিন, দ্রাবিড় সবারই খারাপ সময় এসেছিলো। ক্রিকেট কেরিয়ারে খারাপ সময় আসে। বিরাট চ্যাম্পিয়ন ক্রিকেটার। ঠিক ফিরে আসবে।'
১ নভেম্বর থেকে মুম্বইতে শুরু ভারত বনাম নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট। নিয়মরক্ষার হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে গেলে ভারতের এই টেস্ট জেতা গুরুত্বপূর্ণ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন