ওয়াংখেড়েতে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। আজাজ প্যাটেলের ইতিহাস রচনা করার দিনেই ভারতের হয়ে বল হাতে দাপট দেখালেন অশ্বিন-সিরাজরা। প্রথম ইনিংসে ভারতের দেওয়া ৩২৫ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে মাত্র ৬২ রানেই খড় কুটোর মতো উড়ে গেলো কিউইরা। যার ফলে প্রথম ইনিংসে ২৬৩ রানের লীড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে একটিও উইকেট খোয়াতে হয়নি ভারতকে।
দ্বিতীয় ইনিংসে এদিন মায়াঙ্ক আগরওয়ালের সাথে ব্যাট করতে আসেন চেতেশ্বর পূজারা। দিনের শেষে মায়াঙ্ক অপরাজিত রয়েছেন ৩৮* রানে এবং পূজারা অপরাজিত রয়েছেন ২৯ রানে। ইতিমধ্যেই নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লীড দিয়েছেন রাহুল দ্রাবিড়ের ছাত্ররা।
ভারতের প্রথম ইনিংসের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে কিউইদের ব্যাটাররা। শুরুতে সিরাজের পর মিডিল অর্ডারে বল হাতে আগুন ঝরালেন রবিচন্দ্রন অশ্বিন। কিউইদের হয়ে ইনিংসে সবচেয়ে বেশি রান করেন জেমিসন। তাঁর রান ১৭। এছাড়া দুই অঙ্কের স্কোর বলতে একমাত্র অধিনায়ক টম লেথাম ১০ রান করেন।
ভারতের হয়ে ৮ ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে ৪ টি উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ টি উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ। জোড়া উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল এবং একটি উইকেট নিয়েছেন জয়ন্ত যাদব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন