বিশ্বকাপের অভিষেক ম্যাচেই বল হাতে পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতের তরুণ পেসার আর্শদীপ সিং। টি-২০ বিশ্বকাপে ভারতীয় হিসেবে বিশ্বরেকর্ডও করলেন তিনি।
সমালোচকদের বল হাতে কড়া জবাব দিলেন আর্শদীপ সিং। একদিকে বিশ্বকাপের মঞ্চ অন্যদিকে সামনে পাকিস্তান। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধেই ক্যাচ ধরতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। খালিস্তানি কটাক্ষও শুনতে হয়েছিল। এদিন সব সমালোচনার জবাব দিলেন তিনি। প্রথম বলেই গোল্ডেন ডাক করলেন পাক তারকা ব্যাটার বাবর আজমকে। বল সোজা গিয়ে লাগে বাবরের প্যাডে। রিভিউ নিয়েও কোনো লাভ হয়নি পাক ব্যাটারের।
প্রথম ওভারে মাত্র ৫ রান দিয়ে ১ উইকেট নেন তরুণ এই পেসার। নিজের দ্বিতীয় ওভারেও একই ছন্দে দেখা যায় তাঁকে। শেষ বলে বাউন্সার দিয়ে প্যাভিলিয়নে ফেরান টি-২০ র্যাঙ্কিং-এ শীর্ষে থাকা মহম্মদ রিজওয়ানকে। ১৭তম ওভারে এসে নিজের তৃতীয় উইকেট নেন আসিফ আলীকে আউট করে। ৪ ওভারে ৩২ রানের বিনিময়ে ৩ উইকেট নেন আর্শদীপ।
এর আগে ২০০৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আয়ান হার্ভে নিজের প্রথম বলে উইকেট নিয়েছিলেন। ২০০৭ সালে বিশ্বকাপের মঞ্চেই প্রথম বলে উইকেট নিয়েছিলেন বারমুডার ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার মালাচি জোনস। ২০১৯ বিশ্বকাপে ভারতীয় বোলার বিজয় শঙ্করও নিজের প্রথম বলে উইকেট নিয়েছিলেন। কিন্তু এইগুলি সবই ছিল ODI-তে।
আর্শদীপ ছাড়াও এই ম্যাচে ৩টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ১টি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি। প্রথম ইনিংস শেষে ৮ উইকেটের বিনিময়ে ১৫৯ রান করে পাকিস্তান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন