'এশিয়া কাপ ২০২৩' - আয়োজন করবে পাকিস্তান। এখন সবার মনে একটাই প্রশ্ন যে, এই টুর্নামেন্ট খেলতে বিসিসিআই-কি পাঠাবে টিম ইন্ডিয়াকে। জানা গিয়েছে এই মহাদেশীয় টুর্নামেন্টে দল পাঠানোর জন্য প্রস্তুত ভারতের ক্রিকেট কাউন্সিল। তবে সরকার অনুমোদন দেওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্প্রতি বার্ষিক সাধারণ সভার আগে সমস্ত রাজ্য সংগঠনগুলিকে বিসিসিআই যে চিঠি পাঠিয়েছে তার থেকেই এই ইঙ্গিত মিলেছে। কারণ সেখানে ভবিষ্যতে যে টুর্নামেন্টগুলি ভারত খেলবে বলে তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে রয়েছে ২০২৩ এশিয়া কাপও।
২০২৩ সালে ভারতের মাটিতে বসবে বিশ্বকাপের আসর। তার আগে পাকিস্তানে এশিয়া কাপ খেলা হবে ওডিআই ফর্ম্যাটে। এই টুর্নামেন্টে ভারতের অংশ নেওয়া নিয়ে প্রথম থেকেই ছিল জল্পনা। কারণটা অবশ্যই রাজনৈতিক। তবে এবার যদি যদি সত্যিই টিম ইন্ডিয়া পাকিস্তানে যায়, তাহলে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের ক্ষেত্রে সেটি বড় মাইলফলক হয়ে থাকবে।
শেষবার পাকিস্তান এবং ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়েছে ২০১২-১৩ সালে। সেবার তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওডিআই ম্যাচ খেলার জন্য ভারতে এসেছিল পাকিস্তান। এরপর আর দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি। দুই দলের শুধু দেখা হয় শুধু দেখা হয় এশিয়া কাপ এবং বিশ্ব টুর্নামেন্ট গুলিতে।
ভারত শেষবার পাকিস্তান সফর করেছিল ২০০৫-০৬ সালে। তিনটি টেস্ট এবং পাঁচটি ওডিআই ম্যাচ খেলতে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন দল পৌঁছে ছিল পাকিস্তানে। এবার ২০২৩ সালে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে পা রাখলে তা হবে দীর্ঘ ১৭ বছর পর ভারতীয় দলের পাকিস্তান সফর। এখন ভারত আদৌ এই টুর্নামেন্টে অংশ নিতে পারবে কিনা, তার সম্পূর্ণটাই নির্ভর করছে সরকার কি মত দেয় তার ওপর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন