IND VS PAK: 'শুধু ক্রিকেট নয়, কোনো ক্ষেত্রেই ভারত কারোর কথা শুনবে না', মুখ খুললেন অনুরাগ ঠাকুর

অনুরাগ ঠাকুর বলেন, এই মুহূর্তে খেলাধুলোর দিক থেকে ভারত এতটাই শক্তিশালী যে, ভারতকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে ক্রিকেটে ভারতের অবদান ভোলার নয়।
অনুরাগ ঠাকুর
অনুরাগ ঠাকুর ফাইল ছবি
Published on

ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বন্দ্বে এবার রং লাগলো রাজনীতির। বিসিসিআই সচিব জয় শাহ সাফ জানিয়ে দেন, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া। পরেই পাল্টা আসে পিসিবি-র তরফ থেকে। পাক বোর্ড জানায় ভারত এশিয়া কাপ খেলতে না এলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। এবার ভারত-পাক ক্রিকেট ইস্যুতে মুখ খুললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে গিয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, "আগামী বছর ভারতে বিশ্বকাপ হবে। বিশ্বের সমস্ত সেরা টিম এই টুর্নামেন্টে খেলতে আসবে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। এই মুহূর্তে খেলাধুলোর দিক থেকে ভারত এতটাই শক্তিশালী যে, ভারতকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে ক্রিকেটে ভারতের অবদান ভোলার নয়। আগামী বছর ক্রিকেট বিশ্বকাপ ভারত জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করবে। ঐতিহাসিক একটা টুর্নামেন্ট হতে চলেছে।"

সেই সঙ্গে তিনি আরও বলেন, “পাকিস্তানের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্ন থেকেই যায়। সেখানে ভারতীয় দল খেলতে যাবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু ক্রিকেট নয়, যেকোনও ক্ষেত্রেই ভারত কারোর কথা শুনবে না। বিশ্বকাপ খেলার জন্য সব দেশকেই আমরা আমন্ত্রণ জানাব। যারা খেলতে আসতে চায়, আসবে।"

এশিয়া কাপে ওয়াঘার ওপারে খেলতে যাওয়া প্রসঙ্গে মঙ্গলবার মুম্বইয়ে বোর্ড সচিব তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ ঘোষণা করেন যে, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না ভারত। শুধু তাই নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে তিনি বলেন, এশিয়া কাপ পাকিস্তানে হবে না। নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে এই টুর্নামেন্ট। এরপরেই ক্ষুব্ধ হয় রামিজ রাজার বোর্ড। দেরী না করেই পাল্টা জবাব দেয় তারা।

অনুরাগ ঠাকুর
জয় শাহকে পাল্টা জবাব পাক বোর্ডের, এশিয়া কাপ ও বিশ্বকাপে একসাথে দেখা যাবে দুই দেশকে?
অনুরাগ ঠাকুর
ওস্তাদের মার শেষ রাতে! মহিলা IPL-র প্রস্তাব পাস করিয়েই সভাপতি পদ ছাড়লেন সৌরভ গাঙ্গুলি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in