IND vs RSA: রোহিতের পরিবর্ত প্রিয়ঙ্ক - ফর্মে থাকা বাংলার অভিমন্যু ঈশ্বরন নয় কেন? উঠছে প্রশ্ন

রোহিতের পরিবর্ত হিসেবে নির্বাচকরা দলে নিয়েছেন প্রিয়ঙ্ক পাঞ্চালকে। এরপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বাংলার তরুণ অভিমন্যু ঈশ্বরন নয় কেনো?
প্রিয়ঙ্ক পাঞ্চাল এবং রোহিত শর্মা
প্রিয়ঙ্ক পাঞ্চাল এবং রোহিত শর্মাছবি সৌজন্যে BCCI-এর ট্যুইটার হ্যান্ডেল
Published on

হ্যামস্ট্রিংএর চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। রোহিতের পরিবর্ত হিসেবে নির্বাচকরা দলে নিয়েছেন সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হওয়া দুটি এ দলের টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া প্রিয়ঙ্ক পাঞ্চালকে। এরপরেই উঠতে শুরু করেছে প্রশ্ন। বাংলার তরুণ অভিমন্যু ঈশ্বরন নয় কেনো? কোন কারণে প্রিয়ঙ্ক সরকারকে নেওয়া হলো?

রোহিত ছিটকে যাওয়ায় পর দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট ক্রিকেটে বিরাটের ডেপুটি কে হবেন তা নিয়ে চর্চা চলছেই। তবে এর মধ্যে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে গুজরাটের প্রিয়ঙ্ককে দলে নেওয়া নিয়ে। ভারতীয় দলের সাথে স্ট্যান্ড বাই ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন অভিমন্যু। পরে মূল স্কোয়াডেও জায়গা হয়। তবে ইংল্যান্ডে মাঠে নামার সুযোগ হয়নি ঈশ্বরনের। তাই দক্ষিণ আফ্রিকা সফরে বঙ্গ ক্রিকেটারকে সুযোগ না দেওয়ার জন্য নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সদ্য দক্ষিণ আফ্রিকায় দুটি বেসরকারি টেস্ট খেলেছে ভারতের এ দল। যেখানে ভারতকে নেতৃত্ব দেন প্রিয়ঙ্ক। তবে প্রিয়ঙ্কের থেকে ব্যাট হাতে বেশি নজর কেড়েছেন অভিমন্যুই। একটি শতরান এবং একটি অর্ধশতরান সহ ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করেছিলেন তিনিই। তা সত্ত্বেও প্রিয়ঙ্কের সুযোগ পাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছেন না ক্রীড়া প্রেমীদের একাংশ।

মুম্বইয়ে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংএর চোট পান রোহিত শর্মা। টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব পাওয়ার পর সম্প্রতি ওডিআই দলের অধিনায়কত্বের দায়িত্বও উঠেছে রোহিতের ঝুলিতে। এছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট দলের সহ অধিনায়ক হিসেবে রাহানের পরিবর্তে রোহিতকেই বেছে নেওয়া হয়। আপাতত তা আর হচ্ছে না। রোহিতের পরিবর্তে সহ অধিনায়ক হিসেবে কাকে বেছে নেওয়া হবে তা এখনও জানানো হয়নি বিসিসিআই-এর পক্ষ থেকে।

প্রিয়ঙ্ক পাঞ্চাল এবং রোহিত শর্মা
UCL: দ্বিতীয় বার অনুষ্ঠিত হলো চ্যাম্পিয়নস লীগের ড্র, দেখে নিন শেষ ১৬ তে মুখোমুখি হচ্ছে কোন দল

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in