দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল ঘোষণা করলো বিসিসিআই। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে ১৬ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। অধিনায়কত্ব সামলাবেন শিখর ধাওয়ান এবং তাঁর ডেপুটি হিসেবে থাকছেন শ্রেয়স আইয়ার। ভারতের এই দলে রয়েছেন দুই বাংলার ক্রিকেটার। শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার সুযোগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে।
বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে ভালো ফলের পুরস্কার পেলেন শাহবাজ এবং মুকেশ। দিলীপ ট্রফি এবং ইরানি ট্রফিতে দুর্দান্ত প্রদর্শন করেছেন মুকেশ। যে কারণেই দেশের জার্সি গায়ে চাপাতে চলেছেন তিনি। এর আগে শাহবাজ আহমেদ ভারতীয় দলের সাথে জিম্বাবোয়ে সফরে গিয়েছিলেন। তবে তিনি সেই সফরে একটিও ম্যাচে খেলার সুযোগ পাননি।
শাহবাজ, মুকেশ জায়গা পেলেও করোনা মুক্ত মহম্মদ শামি জায়গা পেলেন না এই স্কোয়াডে। জসপ্রীত বুমরাহ চোট পাওয়ায় তাঁর পরিবর্তে অন্য কোনো বোলারকে বিশ্বকাপের জন্য বেছে নেওয়া হতে পারে। সেই দৌড়ে রয়েছেন মহম্মদ শামি। একইসঙ্গে দৌড়ে রয়েছেন মহম্মদ সিরাজ এবং দীপক চাহারও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ঘোষিত দলে রয়েছেন সিরাজ এবং চাহার। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে থাকা মহম্মদ শামি একদিনের স্কোয়াডে জায়গা পেলেন না।
ভারতীয় দল: শিখর ধাওয়ান(অধিনায়ক), শ্রেয়স আইয়ার(সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমন গিল, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, মুকেশ কুমার, আবেশ খান, মহম্মদ সিরাজ এবং দীপক চাহার।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন