সেঞ্চুরিয়ানে সারাদিন ধরেই চলেছে বৃষ্টির দাপট। তাই শুরুই করা যায়নি দ্বিতীয় দিনের খেলা। মাঝে বৃষ্টি থামলেও ফের মুষলধারে বৃষ্টি নামে সুপার স্পোর্টস পার্কে। পরিস্থিতি অনুকূল নয় দেখেই আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ম্যাচের বাকি তিন দিনের শেষে বাড়তি কিছু ওভার খেলা চালিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে।
দ্বিতীয় দিনের সকাল থেকেই শুরু হয়েছিলো বৃষ্টি। কভারে ঢাকা পড়ে থাকে বাইশ গজ। নির্ধারিত সময়ের আগেই মধ্যাহ্ণভোজের বিরতি দেওয়া হয়। ভারতীয় সময় বিকেল চারটা নাগাদ বৃষ্টি থামে। কভার তুলে দেওয়া হয়। তবে এরপর ফের নামে বৃষ্টি। অবশেষে আবহাওয়ার দিকে নজর রেখে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগামীকাল থেকে সেঞ্চুরিয়নের আকাশ পরিষ্কার থাকবে বলে জানা গিয়েছে।
সেঞ্চুরিয়ানে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মজবুত ভীত গড়ে টিম ইন্ডিয়া। বক্সিং ডে'তে ভারতীয় ওপেনার লোকেশ রাহুলের ব্যাটে আসে দুরন্ত শতরান। ওয়াসিম জাফরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকায় শতরান জোড়েন রাহুল। প্রথম দিনের শেষে রাহুল অপরাজিত ছিলেন ১২২* রানে। সেইসঙ্গে সমালোচিত আজিঙ্কে রাহানেও ফিরেছেন রানে। রাহানে অপরাজিত রয়েছেন ৪০* রানে। প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৭২ রান সংগ্রহ করেছিলো বিরাট কোহলিরা।
আগামীকাল, রাহুল এবং রাহানে নামবেন ভারতকে এগিয়ে নিয়ে যেতে। বৃষ্টি হওয়ায় ব্যাটারদের কাজ যে বেশ শক্ত হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। দেখা যাক প্রথম ইনিংসে ভারত তাদের রান কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন