IND VS SA: প্রোটিয়াদের ৯৯ রানে গুটিয়ে দিল ভারত - হাসতে হাসতে ওডিআই সিরিজ জয় ধাওয়ানদের

দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে অল আউট করে ৭ উইকেটে জয় অর্জন করেছে ধাওয়ান ব্রিগেড। এই জয়ের ফলে ওডিআই সিরিজও জিতে নিলো ভারতের দ্বিতীয় সারির দল।
হাসতে হাসতে ওডিআই সিরিজ জয় ধাওয়ানদের
হাসতে হাসতে ওডিআই সিরিজ জয় ধাওয়ানদেরছবি সৌজন্যে BCCI টুইটার হ্যান্ডেল
Published on

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ওডিআই সিরিজের নির্ণায়ক ম্যাচে পাত্তাই পেলো না প্রোটিয়ারা। প্রথম দফায় ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শত রানের গন্ডিই টপকাতে পারলেন না ডি'কক মিলাররা। দক্ষিণ আফ্রিকাকে ৯৯ রানে অল আউট করে ৭ উইকেটে জয় অর্জন করেছে ধাওয়ান ব্রিগেড। এই জয়ের ফলে ওডিআই সিরিজও জিতে নিলো ভারতের দ্বিতীয় সারির দল।

বল হাতে একাই দক্ষিণ আফ্রিকার টেল এন্ডারদের গুটিয়ে দিলেন কুলদীপ যাদব। চার উইকেট নিলেন ভারতের এই এই চায়নাম্যান। পাশাপাশি জোড়া উইকেট নিয়েছেন বাংলার শাহবাজও। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ এবং ওয়াশিংটন সুন্দর।

লখনউয়ে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে ৯ রানে পরাজিত হয় ভারত। দক্ষিণ আফ্রিকা ১-০ লীড নেয় সিরিজে। রাঁচির দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ ৭ উইকেটে জিতে নিয়ে টিম ইন্ডিয়া সিরিজে ১-১ সমতা ফেরায়। স্বাভাবিকভাবেই তৃতীয় ওডিআই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল প্রবল। কিন্তু ভারত যে এমন একতরফা জয় পাবে তা কার্যত কল্পনাই করা যায়নি।

মঙ্গলবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। দক্ষিণ আফ্রিকা প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায়। প্রোটিয়াদের হয়ে এদিন সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। এছাড়া দুই অঙ্কের স্কোর বলতে জানেমান মালন করেছেন ১৫ রান এবং মার্কো জানসেন করেছেন ১৪ রান।

ভারতের বোলাররা তাদের কাজটা করে দিয়েছিলেন। ব্যাটরদেরও সমস্যায় পড়তে হলো না। হাসতে হাসতে ম্যাচ জিতলো ভারতের দ্বিতীয় সারির দল। অধিনায়ক শিখর ধাওয়ান(৮) এবং ইশান কিষাণ(১০) দ্রুত আউট হলেও শুবমন গিল(৪৯) এবং শ্রেয়াস আইয়ারের(২৮*) ব্যাটে ভর করে সহজ জয় এসেছে ভারতের।

হাসতে হাসতে ওডিআই সিরিজ জয় ধাওয়ানদের
বিসিসিআই-এর সভাপতি হিসেবেই কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন, তবে কি রাজনীতির শিকার সৌরভ?
হাসতে হাসতে ওডিআই সিরিজ জয় ধাওয়ানদের
Qatar WC 22: ফিফা তালিকার প্রথম সারিতে থাকলেও এই ৫ দেশকে দেখা যাবে না কাতার বিশ্বকাপে
হাসতে হাসতে ওডিআই সিরিজ জয় ধাওয়ানদের
অনুব্রতর বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, জানিনা কেন নাম রয়েছে - CBI চার্জশিটে সাক্ষী প্রসঙ্গে শতাব্দী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in