দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ডের পাহাড় গড়ল ভারত। সিরিজ জয়ের পাশাপাশি বিদেশের মাটিতে টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান থেকে শুরু করে দ্বিতীয় উইকেটে সর্বাধিক রানের পার্টনারশিপ সহ একাধিক রেকর্ড করেছে টিম ইন্ডিয়া।
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই আউট হতে হতে বেঁচে যান সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার ক্যাচ ফেলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডার। যার খেসারতও দিতে হয় প্রোটিয়াদের। বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। ১৮ বলে ৩৬ রান করে আউট হন অভিষেক শর্মা।
ব্যাট করতে নামেন গত ম্যাচে সেঞ্চুরি করা তিলক বর্মা। নেমে থেকে ঝোড়ো ব্যাটিং করতে থাকেন তিনি। একদিকে সঞ্জু স্যামসন অন্যদিকে তিলক বর্মা, দুই ব্যাটারের দাপটে ভারত স্কোর বোর্ডে ২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ২৮৩ রান তোলে। বিদেশের মাটিতে টি-২০ ক্রিকেটের ভারতের এটিই সর্বোচ্চ রান।
সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার একাধিক ক্যাচ ফেলেন প্রোটিয়ারা। পর পর দুটি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এদিন ফের সেঞ্চুরি করলেন সঞ্জু। ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন তিনি এবং ৪৭ বলে ১২০ রান করেন তিলক বর্মা। তিলক দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি পর পর দুটি ম্যাচে সেঞ্চুরি করলেন। তাছাড়া একটি মরসুমে টি-২০ ক্রিকেটে ৩টি শতরান করা প্রথম ভারতীয় হলেন সঞ্জু স্যামসন। দ্বিতীয় উইকেটে টি-২০ ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন তিলক-সঞ্জু জুটি। অপরাজিত থেকে ২১০ রানের পার্টনারশিপ করেছেন তাঁরা। এর আগে দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের পার্টনারশিপের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের এম লেভিট এবং এঙ্গেলব্রেচটের। নামিবিয়ার বিরুদ্ধে রেকর্ডটি গড়েছিলেন।
এক ম্যাচে সর্বাধিক ৬ মারার রেকর্ডও করল ভারত। ভারত এই ম্যাচের আগে পর্যন্ত ২২টি ছক্কা মেরেছিল। এদিনের ম্যাচে সঞ্জু ৯টি, অভিষেক ৪টি এবং তিলক বর্মা ১০টি মোট ২৩টি ছয় মেরেছেন ভারতীয় ক্রিকেটাররা।
তাছাড়া ২০২৪ মরসুমে ভারত একমাত্র দল যাদের টি-২০ ম্যাচে জয়ের হার ৯২%। মোট ২৬টি ম্যাচ খেলেছেন সূর্যকুমাররা। যার মধ্যে ২৪টিতে জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। এই মরসুমে ভারত ৯ বার ২০০-র অধিক রান করারও রেকর্ড গড়েছে।
এই জয়ের ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে সিরিজে জয় লাভ করল ভারত। হার্দিক পাণ্ডিয়ারা ফের একবার প্রমাণ করলেন যে, কেন তাঁরা বিশ্ব চ্যাম্পিয়ন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন