করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর বাদ পড়লেন ওয়ান ডে স্কোয়াড থেকে। শেষ মুহূর্তে এসে প্রোটিয়া সফরে ভারতের ওয়ান ডে দলে আনা হলো পরিবর্তন। তিন ম্যাচের ওডিআই সিরিজের দলে জায়গা হলো পেসার নভদীপ সাইনি ও স্পিনার জয়ন্ত যাদব।
করোনা আক্রান্ত ওয়াশিংটন সুন্দর মুম্বইয়ে দলের সাথে যোগ দিতে পারেননি। ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছেন তিনি। সুন্দর আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্তে জয়ন্ত যাদবকে ওয়ান ডে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেন জাতীয় নির্বাচকরা। পাশাপাশি চোটের মুখে পড়া মহম্মদ সিরাজের ব্যাকআপ হিসেবে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়া হচ্ছে নভদীপ সাইনিকে।
১৫ জানুয়ারি টেস্ট সিরিজের সমাপ্তি ঘটার পর ১৯ জানুয়ারি থেকে পর্দা উঠবে তিন ম্যাচের ওডিআই সিরিজের। বুধবারই ভারতীয় দলের সাথে দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার কথা ছিলো সুন্দরের। তবে ব্যাঙ্গালুরুর ক্যাম্প চলাকালীন করোনা আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি।
১৯ জানুয়ারি বোল্যান্ড পার্কে প্রথম একদিনের ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ২১ জানুয়ারি দ্বিতীয় ওডিআইও অনুষ্ঠিত হবে পার্লের বোল্যান্ড পার্কে। ২৩c জানুয়ারি তৃতীয় ওডিআই রয়েছে কেপটাউনের নিউল্যান্ডসে। প্রতিটি ওডিআই শুরু হবে ভারতীয় সময় দুপুর ঠিক ২ টো থেকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন