IND vs SA: ১২৮ বছরের রেকর্ড ব্রেক, দক্ষিণ আফ্রিকার মাটিতে কী নজির সৃষ্টি হলো জানেন?

Peoples Reporter: সমতা ফেরানোর ম্যাচে একদিনেই পড়লো ২৩ টি উইকেট। যা ১২৮ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছে।
IND vs SA: ১২৮ বছরের রেকর্ড ব্রেক, দক্ষিণ আফ্রিকার মাটিতে কী নজির সৃষ্টি হলো জানেন?
ছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের প্রথম দিনেই একাধিক নজির সৃষ্টি হলো। একদিনেই পড়লো ২৩ টি উইকেট। যা ১২৮ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

বুধবার সমতা টেস্টে সমতা ফেরানোর লড়াইয়ে নামে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানেই অল আউট হয়ে যায় প্রোটিয়ারা। ভারতের হয়ে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। ২টি করে উইকেট নেন জসপ্রীত বুমরাহ এবং মুকেশ কুমার। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২৩.২ ওভারে।

জবাবে ব্যাট করতে নেমে ১৫২ রানে শেষ হয় ভারতের ইনিংস। ৩টি করে উইকেট নেন কাগসো রাবাডা, লুঙ্গি এনগিড়ি এবং বারগার। রান আউট হন মহম্মদ সিরাজ। প্রথম দিনেই শুরু হয় দক্ষিন আফ্রিকার দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দক্ষিণ আফ্রিকার ৩ উইকেট পড়ে যায়। ফলে মোট ২৩ টি উইকেট পড়ে টেস্ট ম্যাচের প্রথম দিনেই।

১২৮ বছর আগে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে টেস্টের প্রথম দিনে পড়েছিল ২১টি উইকেট। এতদিন সেটিই ছিল দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম দিনে সর্বোচ্চ উইকেট। তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে একদিনে সর্বোচ্চ উইকেট পড়েছে অস্ট্রেলিয়ায়। ১৯০২ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে একদিনে ২৫টি উইকেট পড়েছিল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের রেকর্ড এখনও পর্যন্ত অক্ষত রয়েছে।

অন্যদিকে দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ৪১ রানের লিড নিয়েছে। ব্যাট করছেন এইডেন মার্করাম এবং কাগিসো রাবাডা। ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৯। ভারতের হয়ে ৫ টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ। মুকেশ কুমার নিয়েছেন ২ উইকেট।

IND vs SA: ১২৮ বছরের রেকর্ড ব্রেক, দক্ষিণ আফ্রিকার মাটিতে কী নজির সৃষ্টি হলো জানেন?
Wrestlers Protest: ভারতীয় কুস্তিতে নয়া মোড়, সাক্ষী-বজরংদের বিরুদ্ধে পথে নামল শতাধিক জুনিয়র কুস্তিগীর
IND vs SA: ১২৮ বছরের রেকর্ড ব্রেক, দক্ষিণ আফ্রিকার মাটিতে কী নজির সৃষ্টি হলো জানেন?
Mohun Bagan Super Giant: 'হাবাস তো ছিলই দলের সঙ্গে' - ফেরান্দোর চলে যাওয়ার পরে মন্তব্য দেবাশিসের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in