টেস্ট সিরিজ আগেই ঘরে তুলেছে দক্ষিণ আফ্রিকা। এবার ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও দুরন্ত জয় অর্জন করলো প্রোটিয়া বাহিনী। ধাওয়ান-কোহলি জুটি ভারতকে ম্যাচ জয়ের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা এই দুই ব্যাটারের ফিরে যাওয়ার সাথে সাথেই ভঙ্গ হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার ২৯৬ রানের জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৬৫ রানই সংগ্রহ করতে পেরেছে টিম ইন্ডিয়া। ৩১ রানে ম্যাচ জিতে তিন ম্যাচের ওডিআই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যান টেম্বা বাভুমা ও তাঁর বাহিনী।
পার্লের বোল্যান্ড পার্কে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংএর সামনে শুরুটা ভালো হয়নি বাভুমাদের। জানেমন মালান মাত্র ৬ রানে এবং এইডেন মার্করাম ৪ রানে ফিরে যান। কুইন্টন ডি'কক ফেরেন ২৭ রান করে। ১৭.৪ ওভারে ৬৮ রান করে ৩ টি উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।
তবে তিন উইকেট হারানোর পর আর ফিরে তাকাতে হয়নি। চতুর্থ উইকেটে ২০৪ রানের পার্টনারশিপ গড়েন টেম্বা বাভুমা ও ভ্যান ডার ডুসেন জুটি। অধিনায়ক বাভুমা ৮ টি বাউন্ডারির মাধ্যমে ১৪৩ বলে ১১০ রানের ইনিংস খেলেন। ভ্যান ডার ডুসেন অপরাজিত থাকেন ৯৬ বলে ১২৯* রান করে। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৯৬ রান স্কোর বোর্ডে তোলে দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের দেওয়া ২৯৭ রানের লক্ষ্য মাত্রা তাড়া করতে নেমে ভারত অধিনায়ক লোকেশ রাহুল মার্করামের শিকার হয়ে ১২ রানেই ফিরে যান। রাহুল ফিরে গেলেও দ্রুত গতিতে রান তুলতে থাকেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান। তবে পরপর ধাওয়ান এবং বিরাট ফিরে যাওয়ার পরেই ব্যাক ফুটে চলে যায় টিম ইন্ডিয়া। ধাওয়ান ৭৯ রান এবং কোহলি ৫১ রান করেছেন।
মিডিল অর্ডারে ঋষভ পন্থ(১৭), শ্রেয়স আয়ার(১৬), ভেঙ্কটেশ আয়ার(২), রবিচন্দ্রন অশ্বিনরা(১৭) সম্পূর্ণ ব্যর্থ হন। শার্দুল ঠাকুর একা লড়াই চালিয়ে যান। তবে অর্ধশতরান করেও শার্দুল দলকে জয়ের ধারে কাছেও নিয়ে যেতে সক্ষম হননি। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে হারিয়ে ২৬৫ রানই সংগ্রহ করতে পেরেছে রাহুল বাহিনী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন