আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত। বক্সিং ডে টেস্টে ভারতের হয়ে উইকেট কিপার হিসেবে কাকে দেখা যাবে? ঋষভ পন্থ নাকি ঋদ্ধিমান সাহা! ভারতীয় দলের কোচ এই প্রশ্নের উত্তর খোলসা করলেন না। তিনি জানালেন প্রথম একাদশ নিশ্চিত। তবে তা ঘোষণা করা হবে কাল সকালেই। তাই ঋষভ না ঋদ্ধিমান, কে দাঁড়াবেন উইকেটের পেছনে তার পর্দা ফাঁস হবে আগামীকালই।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ঋষভ নাকি ঋদ্ধির প্রশ্নের উত্তরে রাহুল বলেন, "প্রথম একাদশের নিরিখে কারা খেলবে এবং বক্সিং ডে টেস্টে কারা নামবে, তা আমাদের দলের মধ্যে পরিষ্কার।" বক্সিং ডে টেস্টে কারা খেলবেন তা ম্যানেজমেন্ট ঠিক করেই রেখেছে। আগামীকাল পরিস্থিতি বিবেচনা করে প্রথম একাদশ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন রাহুল।
দ্রাবিড় প্রথম একাদশ নিশ্চিত না করলেও বিশেষজ্ঞরা অনুমান করছেন ঋদ্ধি নয়, পন্থই সুযোগ পাবেন সেঞ্চুরিয়ানে। ভারতের হয়ে অ্যাওয়ে সিরিজে ভালো করছেন পন্থ। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানে ছিলেন ঋষভ। ইংল্যান্ডে রান না পেলেও উইকেটের পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঘরের মাঠে নিউজিল্যান্ডের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে চোট নিয়েও অর্ধশতরান করেছিলেন ঋদ্ধিমান। তাই দক্ষিণ আফ্রিকায় তিনিও সুযোগ পেতে পারেন।
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের তথ্যানুযায়ী, ভারতের সাম্ভাব্য একাদশ: লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি(অধিনায়ক), আজিঙ্কে রাহানে, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন