IND vs SA: দক্ষিণ আফ্রিকাকে একাই গুঁড়িয়ে দিলেন শার্দুল, সিরিজ জয়ের আশায় বুক বাঁধছে ইন্ডিয়া

৭ উইকেট নিয়ে এদিন নজির গড়লেন শার্দুল। টেস্ট ক্রিকেটে নিজের সেরা বোলিং পারফর্ম্যান্সের পাশাপাশি অশ্বিনকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সেরা পারফর্ম্যান্স করলেন শার্দুল।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
ভারত বনাম দক্ষিণ আফ্রিকাছবি BCCI-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

প্রথম ইনিংসে ২০২ রানেই অল আউট হয়ে গেলেও শার্দুল ঠাকুরের অনবদ্য বোলিং প্রদর্শনে জোহানেসবার্গ টেস্ট তথা দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ের আশা জিইয়ে রাখলো ভারত। জোহানেসবার্গ টেস্টের দ্বিতীয় দিনে শার্দুল ঠাকুর কার্যত একা হাতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিলেন। ভারতের প্রথম ইনিংসের রানের জবাবে ২২৯ রানেই শেষ হলো ডিন এলগারদের প্রথম ইনিংস। ৬১ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়ে নজির গড়লেন ভারতীয় বোলার শার্দুল ঠাকুর।

দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিলেন অধিনায়ক ডিন এলগার এবং কিগান পিটারসেন জুটি। তবে এলগার ২৮ রান করে ফিরে যাওয়ার পর পরই দলগত স্কোর ১০১ রানের মাথায় ব্যক্তিগত ৬২ রান করে ফিরে যান কিগান পিটারসেন।

দুরন্ত ছন্দে ব্যাট করতে থাকা এলগার-পিটারসেনকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে বড় ধাক্কা দেন শার্দুল ঠাকুর। এরপর বল হাতে প্রোটিয়া ব্যাটারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন শার্দুল। কিগানের পর ভ্যান ডার ডুসেনকে(১) ফেরান তিনি । ভেরেইনে(২১), মার্কো জানসেনরা(২১) শার্দুলেরই শিকার হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন। বাভুমা অর্ধশতরান করে দলকে ভরসা জোগালেও শার্দুল তাকেও ফেরান। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২২৯ রানেই বেঁধে ফেলতে সক্ষম হয় টিম ইন্ডিয়া।

বল হাতে ৭ উইকেট নিয়ে এদিন নতুন নজির গড়লেন শার্দুল। টেস্ট ক্রিকেটে নিজের সেরা বোলিং পারফর্ম্যান্সের পাশাপাশি প্রথম পাঁচ উইকেট পেলেন তিনি। পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সেরা বোলিং পারফর্ম্যান্স করলেন শার্দুল। ২০১৫ সালে নাগপুরে ৬৬ রানের বিনিময়ে ৭টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। এদিন ৬১ রানে ৭ উইকেট তুলে নিয়েছেন শার্দুল। সেইসঙ্গে জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনিল কুম্বলেকে পেছনে ফেলে ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগার গড়লেন। ১৯৯৩ সালে জোহানেসবার্গে ৫৩ রানের বিনিময়ে ৬ টি উইকেট নিয়েছিলেন কুম্বলে।

দ্বিতীয় ইনিংসে মজবুত প্রতিরোধ গড়ার আশায় ভারত। দ্বিতীয় দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করেছে রাহুল বাহিনী। দক্ষিণ আফ্রিকার থেকে এখন ৫৮ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। দুই ওপেনার লোকেশ রাহুল(৮) ও মায়াঙ্ক আগরওয়াল(২৩)আউট হয়ে ফিরে গিয়েছেন। বাইশ গজে অপরাজিত রয়েছেন চেতেশ্বর পূজারা(৩৫*) ও আজিঙ্কে রাহানে(১১*)।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
ISL 2021-22: মশাল জ্বললো না লাল-হলুদদের, আত্মঘাতী গোলের খেসারত দিতে হলো পয়েন্ট ভাগাভাগি করে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in