IND vs SA: প্রোটিয়াদের প্রয়োজন ২১১ রান, ভারতের ৬ উইকেট, শেষ দিনে কারা হাসবে শেষ হাসি?

চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে। অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন প্রোটিয়াদের অধিনায়ক ডিন এলগার(৫২*)।
ভারত
ভারতছবি ICC-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

পেন্ডুলামের কাঁটার মতো দুলছে সেঞ্চুরিয়ান টেস্টের ভাগ্য। প্রোটিয়াদের দূর্গে প্রথম টেস্ট জয়ের জন্য পঞ্চম দিনে ভারতের প্রয়োজন ৬ উইকেট। অন্যদিকে নিজেদের মাঠে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ২১১ রান। পরিস্থিতি অনুযায়ী কিছুটা হলেও এগিয়ে রয়েছে ভারত। তবে শেষ হাসি কোন দল হাসবে, তা জানা যাবে আগামীকাল। চতুর্থ দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করেছে। অর্ধশতরান করে অপরাজিত রয়েছেন প্রোটিয়াদের অধিনায়ক ডিন এলগার(৫২*)।

সেঞ্চুরিয়ানে তৃতীয় দিনের শেষে চালকের আসনে ছিলো ভারত। প্রথম ইনিংসে ৩২৭ রান তোলার পর দক্ষিণ আফ্রিকাকে ১৯৭ রানেই অল আউট করেন বিরাট কোহলিরা। ভারতের হয়ে পাঁচটি উইকেট তুলে নেন মহম্মদ শামি। তবে চতুর্থ দিনে ভারতের দ্বিতীয় ইনিংস ১৭৪ রানেই শেষ হয়। দক্ষিণ আফ্রিকার সামনে দ্বিতীয় ইনিংসে ৩০৬ রানের লক্ষ্য রাখেন বিরাট কোহলিরা।

চতুর্থ দিনে ব্যাট হাতে ভরাডুবির মধ্যে পড়ে ভারত। একমাত্র ঋষভ পন্থের ৩৪ রান ও লোকেশ রাহুলের ২৩ রান ছাড়া কোনো ব্যাটার বিশের গন্ডি টপকাতে পারেননি। ব্যাট হাতে ফের ব্যর্থ হলেন চেতেশ্বর পূজারা(১৬), বিরাট কোহলি(১৮), আজিঙ্কে রাহানেরা(২০)। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় ইনিংসে ৪ টি করে উইকেট তুলে নিয়েছেন কাগিসো রাবাডা এবং মার্কো জানসেন। জোড়া উইকেট নিয়েছেন লুঙ্গি এনগিডি।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ভারতের দেওয়া লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে এদিন শুরুতেই মার্করামকে(১) ফেরান মহম্মদ শামি। এরপর কিগান পিটারসন(১৭), ভ্যান ডার ডুসেন(১১) ও কেশব মহারাজ(৮) ফিরে যান দ্রুত।অর্ধশতরান করে দক্ষিণ আফ্রিকার আশার আলো বাঁচিয়ে রেখেছেন ডিন এলগার। আগামীকাল বুমরাহ-শামি-সিরাজদের বিপক্ষে এলগার, বাভুমা, ডিককরা কেমন প্রদর্শন করেন তাই দেখার।

ভারত
ISL 2021-22: সম্মান রক্ষার লড়াইয়ে গোয়াকে হারালো ফেরান্ডোর এটিকে মোহনবাগান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in