শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজ। দক্ষিণ আফ্রিকার ঘরের মাঠে এই সিরিজ বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে বলেই দাবি বিশেষজ্ঞদের।
টি-২০ বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার প্রতিশোধ নেওয়ার পালা প্রোটিয়াদের। ভারতীয় সময় সন্ধ্যা ৮.৩০টা থেকে শুরু হবে ম্যাচ। সূর্যকুমারের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া।
শেষ ৫টি টি-২০ ম্যাচের মধ্যে ভারত সবক'টিতেই জয়ী হয়েছে। অন্যদিকে শেষ ৫টি টি-২০তে মাত্র ১টি জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। এছাড়া আন্তর্জাতিক টি-২০তে ২৭ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ভারত। যার মধ্যে ১৫ বার জিতেছে ভারত এবং ১১ বার জয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩ সালে সূর্যকুমারের নেতৃত্বে ভারত ১-১ ব্যবধানে সিরিজ ড্র করেছিল। এই ম্যাচে অভিষেক হতে পারে রমনদীপ, যশ দয়াল এবং বিজয়কুমার ভিশকের।
ভারতের স্কোয়াড - সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, তিলক বর্মা, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রমনদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, বিজয়কুমার ভিশক, আবেশ খান এবং যশ দয়াল।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড - এইডেন মার্করাম (অধিনায়ক), রেজা হেন্ড্রিক্স, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), হেনরিখ ক্লাসেন, ট্রিস্টান স্টাবস, রাসি ভ্যান ডের ডুসেন, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেরিরা, কেশব মহারাজ, ডেভিড মিলার, মার্কো জানসেন, মিহলালি এমপংওয়া, পিটার, ডোনোভান সিমেলেন এবং লুথো সিপামলা।
দ্বিতীয় টি-২০ হবে ১০ নভেম্বর, তৃতীয় টি-২০ হবে ১৩ নভেম্বর, সেঞ্চুরিয়ানে এবং চতুর্থ ম্যাচ হবে ১৫ নভেম্বর, জোহানেসবার্গে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন