দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রেকর্ড ব্রেকিং ইনিংস খেললেন সঞ্জু স্যামসন এবং তিলক বর্মা। দুজনে মিলে টি-২০ ফরম্যাটে ভারতীয় দলের হয়ে একগুচ্ছ রেকর্ড তৈরি করেছেন।
দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে সিরিজে পরাস্ত করেছে ভারত। চতুর্থ তথা শেষ টি-২০তে ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন সঞ্জু স্যামসন এবং ৪৭ বলে ১২০ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। টি-২০ ক্রিকেটের ইতিহাসে সঞ্জুই প্রথম ক্রিকেটার যিনি এক মরসুমে ৩টি সেঞ্চুরি করেছেন। পাশাপাশি তিলক বর্মা দ্বিতীয় ভারতীয় প্লেয়ার যিনি পর পর দুটি ম্যাচে সেঞ্চুরি করলেন। সিরিজে সর্বাধিক রানেরও মালিক হলেন তিনি। মোট ২৮০ রান করলেন তিনি।
এছাড়া এই জুটি মিলে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় উইকেটে সর্বাধিক পার্টনারশিপ গড়েছে। মাত্র ৯৩ বলে ২১০ করেন সঞ্জু এবং তিলক। পাশাপাশি একই ম্যাচে কোনও দলের দুই প্লেয়ার সেঞ্চুরি করলেন।
সঞ্জু এবং তিলকের ঝোড়ো ব্যাটিং-র জেরে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান করল ভারত। ২৮৩ রান স্কোরবোর্ডে তোলে তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান করল ভারত।
সঞ্জু বলেন, "আমি আমার জীবনে অনেক ব্যর্থতা পেয়েছি। দুটি সেঞ্চুরি এবং তারপরে দুটিতে শূন্য করেছি। আমি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম, কঠোর পরিশ্রম করতে থাকি এবং অবশেষে এটি এসেছে। কয়েকটি ব্যর্থতার পর আমার মাথায় অনেক কিছু ঘুরছিল। অভিষেক আমাকে প্রথম দিকে সাহায্য করেছিল এবং তারপর তিলকের সাথে পার্টনারশিপ গড়ে ওঠে।''
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিং-র সিদ্ধান্ত নেন অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে টিম ইন্ডিয়া। প্রথম ওভারেই আউট হতে হতে বেঁচে যান সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার ক্যাচ ফেলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডার। যার খেসারতও দিতে হয় প্রোটিয়াদের। বিধ্বংসী ব্যাটিং করতে থাকেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। ১৮ বলে ৩৬ রান করে আউট হন অভিষেক শর্মা। তারপর হাল ধরেন সঞ্জু এবং তিলক।
জবাবে ব্যাট করতে নেমে ১০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লে-তে দক্ষিণ আফ্রিকার বোলাররা গড়ে ০.৬ডিগ্রি স্যুইং পাচ্ছিলেন। কিন্তু ভারতীয় বোলাররা যখন পাওয়ার প্লে-তে বল করলেন গড়ে ২.৪ ডিগ্রি স্যুইং পাচ্ছিলেন। যার কারণে উইকেট পেতে সুবিধা হয় টিম ইন্ডিয়ার। ১৮ ওভার ২ বলে ১৪৮ রানে শেষ হয় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ১৩৫ রানে জয়ী হয় ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন