Tilak Verma: সেঞ্চুরিয়নে সেঞ্চুরি, ম্যাচের আগে লক্ষ্মণের পেপ টকই শতরানের কারণ! কী জানালেন তিলক?

People's Reporter: সেঞ্চুরিয়ানে এর আগে টি-২০ ম্যাচ জেতেনি ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকাকে সেই মাঠেই হারিয়েছে টিম ইন্ডিয়া।
সেঞ্চুরির পঅর তিলক বর্মা
সেঞ্চুরির পঅর তিলক বর্মাছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

সেঞ্চুরিয়নে সেঞ্চুরি করে বুধবারের রাত স্মরণীয় করে রাখলেন তিলক বর্মা। আন্তর্জাতিক টি-২০তে নিজের প্রথম শতরান করলেন তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। নিজের দুরন্ত ইনিংসের কৃতিত্ব দিলেন অন্তর্বর্তী কোচ ভি ভি এস লক্ষ্মণকে

সেঞ্চুরিয়নে এর আগে টি-২০ ম্যাচ জেতেনি ভারত। বুধবার দক্ষিণ আফ্রিকাকে সেই মাঠেই হারিয়েছে টিম ইন্ডিয়া। অনবদ্য খেলেন তিলক বর্মা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমার সমস্ত সাথীদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা না থাকলে এটা সম্ভব হত না। বিশেষ করে ধন্যবাদ জানাবো ভি ভি এস লক্ষ্মণ স্যারকে। তিনি আমাকে বলেছিলেন চাপ না নিয়ে খেলতে। একদম ফ্রি হ্যান্ড দিয়েছিলেন তিনি।

'টিম ম্যানেজমেন্টকেও ধন্যবাদ দিতে চাই। আমার চোট ছিল। কিন্তু অধিনায়ক এবং ম্যানেজমেন্ট আমার উপর ভরসা রেখেছেন। আমিও অনেক চেষ্টা করছিলাম বড় রান করার। টিমকে জেতানোর। সেটা এই ম্যাচে হল', তিলক বলেন।

বুধবার টসে জিতে ফিল্ডিং নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করে ২১৯ রান তোলে টিম ইন্ডিয়া। শূন্য রানে সঞ্জু ফিরে যাওয়ার পর দলের হাল ধরেন তিলক বর্মা এবং অভিষেক শর্মা। প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন দু'জনে। ২৫ বলে ৫০ করে ফিরে যান অভিষেক। তিলক ৫৬ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ২০৮ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে দুরন্ত পারফর্ম করেন মার্কো জানসেন। তিনি ১৭ বলে ৫৪ রান করেন।

ভারতের হয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং, ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং ১টি করে উইকেট পান অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া।

সেঞ্চুরির পঅর তিলক বর্মা
Sanju Samson: ধোনি, বিরাট, রোহিতরা আমার ছেলের ১০ বছর নষ্ট করেছেন - বিস্ফোরক সঞ্জু স্যামসনের বাবা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in