IND VS SL: জাদেজার ১৭৫*, প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ স্কোর সংগ্রহ করলো ভারত

দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে আবার সেঞ্চুরি পেলেন তিনি। টেস্ট কেরিয়ারে জাদেজা একটিমাত্র সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালে রাজকোটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০* রান করে অপরাজিত ছিলেন।
রবীন্দ্র জাদেজা
রবীন্দ্র জাদেজাছবি BCCI-র ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

মোহালি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে রাজকীয় ইনিংস খেললেন রবীন্দ্র জাদেজা। দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে আবার সেঞ্চুরি পেলেন তিনি। টেস্ট কেরিয়ারে জাদেজা একটিমাত্র সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালে রাজকোটে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০* রান করে অপরাজিত ছিলেন। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ব্যাটে এলো টেস্টের দ্বিতীয় শতরান। ২২৮ বলে ১৭৫* রানে অপরাজিত থেকে ড্রেসিংরুমে ফিরে যান। তার কারণ অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ডিক্লিয়ারের সিদ্ধান্ত নেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬০ বলে নিজের শতরান পূর্ণ করেন জাদেজা। এরপর ২১১ বলে পূর্ণ করেন অর্ধশতরান। সবমিলিয়ে খেলেন ২২৮ বলে ১৭৫* রানের ইনিংস। তাঁর ইনিংস সাজানো রয়েছে ১৭ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে।

প্রথম দিনে হনুমা বিহারী, ঋষভ পান্ত, বিরাট কোহলিদের হাত ধরে ৬ উইকেটের বিনিময়ে ৩৫৭ রান সংগ্রহ করে ভারত। রবীন্দ্র জাদেজা ৮২ বলে ৪৫* রান এবং রবিচন্দ্রন অশ্বিন ১১ বলে ১০* রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনের শুরু থেকেই গতকালের দুই অপরাজিত জুটি জাদেজা এবং অশ্বিন ভারতকে এগিয়ে নিয়ে যেতে থাকেন পাহাড় প্রমাণ রানের দিকে। অশ্বিন ৬১ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং রবীন্দ্র জাদেজার নিপুণ ইনিংস ভারতকে এগিয়ে দেয়। ৮ উইকেট হারিয়ে ৫৭৪ রান সংগ্রহ করার পর ভারতের প্রথম ইনিংস ডিক্লিয়ারের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা।

রবীন্দ্র জাদেজা
৫২-তেই প্রয়াত অজি কিংবদন্তী শেন ওয়ার্ন, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in