IND Vs SL: অক্ষর ফিরতেই বাদ পড়লেন কুলদীপ, কী কারণ দেখালেন সহ অধিনায়ক বুমরাহ?

গোলাপি বলের টেস্টের আগে ভারত শিবিরে যোগ দিয়েছেন অক্ষর প্যাটেল। সম্পূর্ণ ফিট হয়ে অক্ষর দলে ফেরায় বাদ পড়তে হয়েছে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। এরপরেই শুরু হয়েছে একাধিক প্রশ্ন।
বুমরাহ
বুমরাহফাইল ছবি
Published on

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় তুলে নিয়েছে টিম ইন্ডিয়া। ১২ ই মার্চ ব্যাঙ্গালুরুতে গোলাপি বলের দিন-রাত্রির টেস্টে মাঠে নামবে দুই দল। গোলাপি বলের টেস্টের আগে ভারত শিবিরে যোগ দিয়েছেন অক্ষর প্যাটেল। সম্পূর্ণ ফিট হয়ে অক্ষর দলে ফেরায় বাদ পড়তে হয়েছে চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবকে। এরপরেই শুরু হয়েছে একাধিক প্রশ্ন।

কুলদীপ যাদব গতবছরের ফেব্রুয়ারী মাসের পর থেকেই ভারতীয় দলে উপেক্ষিত। প্রথম টেস্টে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। দ্বিতীয় টেস্টের আগেই আবার বাদ পড়তে হয়েছে দল থেকে। এই নিয়ে ম্যাচের আগে টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহকে সম্মুখীন হতে হয় অনেক প্রশ্নের।

বুমরাহ অবশ্য জানিয়েছেন কুলদীপকে তাঁরা বাদ দেয়নি। অনেক দিন ধরেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকার কারণে ছুটি দেওয়া হয়েছে চায়নাম্যান স্পিনারকে। জৈব বলয়ে দীর্ঘদিন থাকার ফলে যে মানসিক ক্লান্তির সৃষ্টি হয় তা থেকে মুক্তি পাওয়াটাও খুব জরুরী বলে জানান ভারতীয় স্পিড স্টার বুমরাহ।

সেইসঙ্গে অক্ষর প্যাটেলের দলে যোগ দেওয়া প্রসঙ্গে বুমরাহ বলেন, "অক্ষর সবসময়ই দলের হয়ে প্রদর্শন করেছে, দলকে আরও মজবুত করেছে। এতোদিন অক্ষর চোটের মধ্যে ছিলো। এখন চোট কাটিয়ে ফিরে আসায়, সরাসরি দলে জায়গা করে নেওয়ার বড় দাবিদার ও। শেষ পর্যন্ত দল কি হবে তা নিয়ে আমরা আলোচনা করবো। তবে নিঃসন্দেহে ও দলের এক বড় সম্বল।"

বুমরাহ
ICC Women's World Cup: ঝুলন গোস্বামীর ইতিহাস গড়ার ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলো ভারত

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in