রোমহর্ষক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৮ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজও নিশ্চিত করলো টিম ইন্ডিয়া। রোভমেন পাওয়েল এবং নিকোলাস পুরান লড়াই করেও দলকে জয় এনে দিতে পারলেন না। ভারতের দেওয়া ১৮৭ রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রানই সংগ্রহ করতে পারে ক্যারিবিয়ানরা। ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হলো ওয়েস্ট ইন্ডিজের।
দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে কাইল মায়েরস(৯) ও ব্রান্ডন কিং(২২) দ্রুত আউট হয়ে ফিরে গেলেও ম্যাচের হাল ধরেছিলেন নিকোলাস পুরান এবং রোভমেন পাওয়েল। তবে শেষ রক্ষা হয়নি। নিকোলাস পুরান ৫ টি বাউন্ডারি এবং ৩ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ৪১ বলে ৬২ রান করে ফিরে যাওয়ার পরই ফিকে হয়ে আসে ওয়েস্ট ইন্ডিজের জয়। রোভমেন পাওয়েল ৪ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারির মাধ্যমে মাত্র ৩৬ বলে ৬৮* রানের এক দুরন্ত ইনিংস খেললেও জয় এনে দিতে পারেননি।
শুক্রবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড এদিন তাঁর কেরিয়ারের ১০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামেন। প্রথম দফায় ব্যাট করতে নেমে শুরুতেই ইশান কিষাণ সাজঘরে ফিরে যান। ১০ বলে মাত্র ২ রান করে কটরেলের শিকার হন ইশান। রোহিত শর্মা(১৯) এবং সূর্যকুমার যাদব(৮) বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। রোহিত-সূর্য দুজনকেই ফেরান রোস্টন চেস।
ভারতকে এদিন বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান ঋষভ পান্ত। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বিরাট কোহলি এবং ভেঙ্কটেশ আইয়ারও। কোহলি ৪১ বলে ৫২ রান করে রোস্টনের বলে ক্লিন বোল্ড হয়ে ফেরেন। ভেঙ্কটেশ আইয়ার ১৮ বলে ৩৩ রানের এক অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তবে টিম ইন্ডিয়াকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান ঋষভ পান্ত। ৭ টি বাউন্ডারি এবং ১ টি ওভার বাউন্ডারির মাধ্যমে ২৮ বলে ৫২* রানে অপরাজিত থাকেন তিনি। সব মিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে রোহিত বাহিনী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন