টানা দ্বিতীয় ওডিআই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় তুলে নিলো রোহিত বাহিনী। আমেদাবাদে তিন ম্যাচের ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে জয়ের সাথে সিরিজও জিতে নিলো টিম ইন্ডিয়া। বুধবার ক্যারিবিয়ানদের বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচে ৪৪ রানে জয় তুলে নিয়েছে দ্য ম্যান ইন ব্লু। ভারতের দেওয়া ২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯৩ রানেই থেমেছে ওয়েস্ট ইন্ডিজ দল। ৯ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হয়েছেন প্রসিধ কৃষ্ণা।
আমেদাবাদে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দফায় ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রান তোলে ভারত। টিম ইন্ডিয়ার হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন সূর্যকুমার যাদব। ৬৪ রান করেন তিনি। এছাড়া লোকেশ রাহুল করেন গুরুত্বপূর্ণ ৪৯ রান। তবে আর কোনো ভারতীয় ব্যাটার নজর কাড়াতে পারেননি। অধিনায়ক রোহিত শর্মা(৫), ঋষভ পান্ত(১৮), বিরাট কোহলিরা(১৮) সকলেই ব্যর্থ হন।
ভারতের ৯ উইকেটের বিনিময়ে ২৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রানেই থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং(১৮), ড্যারেন ব্র্যাভো(১), নিকোলাস পুরান(৯) কে দ্রুত ফিরিয়ে প্রাথমিক কাজ সেরে দেন প্রসিধ কৃষ্ণা। এরপর ক্যারিবিয়ানরা আর মেরুদন্ড সোজা করে দাঁড়াতে পারেনি। ব্রুকস(৪৪) ও আকেল হোসেইন(৩৪) লড়াই চালিয়েও বিশেষ কিছু করতে পারেননি।
ভারতের হয়ে এই ম্যাচে ৪ টি উইকেট নিয়ে ম্যাচের সেরার পুরস্কার জিতে নিয়েছেন প্রসিধ কৃষ্ণা। এছাড়াও জোড়া উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর এবং দীপক হুডা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন