সীমিত ওভারের ক্রিকেটে যুজবেন্দ্র চাহাল বরাবরই ভারতের হয়ে ধারাবাহিক প্রদর্শন করেন। আমেদাবাদে রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচেও বল হাতে নজর কেড়েছেন চাহাল। ৯.৫ ওভার বল করে ৪৯ রানের বিনিময়ে চাহাল তুলে নিয়েছেন ৪ টি মূল্যবান উইকেট। সেই সঙ্গে এদিন ভারতীয় দলের ১০০০তম ওয়ান ডেতে দেশের পঞ্চম দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন যুজি।
এদিন নিকোলাস পুরান, শামরহ ব্রুকস, অধিনায়ক কায়রন পোলার্ড এবং আলজারি জোসেফকে ফেরান চাহাল। পুরানকে ফেরানোর সাথে সাথেই ১০০ ওডিআই উইকেট নেওয়ার কীর্তি গড়েন চাহাল। নিজের ৬০ তম ম্যাচে ১০০ তম উইকেট নিলেন ৩১ বর্ষীয় চাহাল। ভারতের ২৩ তম বোলার হিসেবে একদিনের ক্রিকেটে ১০০ উইকেট নিলেন তিনি।
ভারতীয় বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেট নেওয়ার তালিকায় শীর্ষে রয়েছেন বাংলার পেসার মহম্মদ শামি। ৫৬ ম্যাচে এই গন্ডি টপকে যান তিনি। স্পিনারদের মধ্যে চাহাল দ্রুততম ১০০ উইকেট নিলেন। স্পিনারদের মধ্যে ভারতের হয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। ৫৮ ম্যাচে উইকেটের সেঞ্চুরি করেন কুলদীপ।
যুজবেন্দ্র চাহাল এদিন একা হাতেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মিডিল অর্ডারকে ভেঙে দেন। করোনা থেকে ফিরে এসে দাপট দেখান ওয়াশিংটন সুন্দরও। সুন্দর নেন তিনটি উইকেট। বোলারদের দাপটে নিজেদের ১০০০ তম ওডিআই ম্যাচে জয় অর্জন করলো ভারত। ঘরের মাঠে ৬ উইকেটে জয় অর্জন করলো টিম ইন্ডিয়া। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৭৬ রানে অল আউট করার পর ২৮ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যমাত্রা টপকে যায় রোহিত শর্মারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন