Women's Asia Cup 2022: থাইল্যান্ডকে অনায়াসেই হারিয়ে ফাইনালে হরমনপ্রীতরা

ভারতের হয়ে ব্যাট হাতে বড় ইনিংস খেলেছেন শেফালি ভার্মা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর। অন্যান্য ব্যাটাররা তেমন দাপট দেখাতে না পারলেও ওপেন করতে নেমে শেফালি ভার্মা ২৮ বলে ৪২ রানের মূল্যবান ইনিংস খেলেন।
থাইল্যান্ডকে মাত্র ৭৪ রানেই গুটিয়ে জয় তুলে নিলো ভারত
থাইল্যান্ডকে মাত্র ৭৪ রানেই গুটিয়ে জয় তুলে নিলো ভারতফাইল ছবি সৌজন্যে ICC টুইটার হ্যান্ডেল
Published on

থাইল্যান্ডকে অনায়াসেই হারিয়ে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেলো ভারত। বাংলাদেশের সিলেটে বৃহস্পতিবার থাইল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছিলেন হরমনপ্রীত কৌররা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানই সংগ্রহ করতে পেরেছে থাই মহিলারা। ৭৪ রানে বড় জয় নিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া।

এই ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে বড় ইনিংস খেলেছেন শেফালি ভার্মা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর। অন্যান্য ব্যাটাররা তেমন দাপট দেখাতে না পারলেও ওপেন করতে নেমে শেফালি ভার্মা ২৮ বলে ৪২ রানের মূল্যবান ইনিংস খেলেন। এছাড়া অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ৩৬ রান। জেমিমা রদ্রিগেজের ব্যাটে আসে ২৭ রান। সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান তোলে ভারতের নারী ব্রিগেড।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারলো না থাই দল। থাইল্যান্ডের হয়ে মাত্র দুই ব্যাটার দুই অঙ্কের স্কোর করতে পেরেছেন। নারুয়েমল চাইওয়াইয়া এবং নাতায়া বুচাথাম, দুজনেই করেছেন ২১ রান। বাকি ব্যাটারদের কেউই ৫ রানের গন্ডি অতিক্রম করতে পারেননি।

ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত স্পেল করলেন দীপ্তি শর্মা। ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন দীপ্তি। এছাড়া ৪ ওভারে মাত্র ১০ রান খরচ করে জোড়া উইকেট পকেটে পুরেছেন রাজেশ্বরী গায়কোয়াড়। একটি করে উইকেট নিয়েছেন স্নেহ রানা, রেনুকা সিং এবং শেফালি ভার্মা।

থাইল্যান্ডকে মাত্র ৭৪ রানেই গুটিয়ে জয় তুলে নিলো ভারত
'চাকর বলে ডাক পাই না' - বিজয়া সম্মিলনিতে ব্রাত্য় হয়ে ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জী
থাইল্যান্ডকে মাত্র ৭৪ রানেই গুটিয়ে জয় তুলে নিলো ভারত
কুস্তিগীর সাগর রানা খুন মামলায় অলিম্পিয়ান সুশীল কুমার সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন
থাইল্যান্ডকে মাত্র ৭৪ রানেই গুটিয়ে জয় তুলে নিলো ভারত
T-20 World Cup 2022: ওপেনিং জুটিতে শীর্ষে পাকিস্তান, কত নম্বরে ভারত?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in