বিশ্বকাপ হারের যন্ত্রণা নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ভারত। আর প্রথম ম্যাচেই রেকর্ড গড়ে অজিদের হারালো 'সূর্য বাহিনী'। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ জিতেই বেশ উচ্ছ্বসিত সূর্যকুমার যাদব।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত ছন্দে খেলে ভারতীয় তরুণ ব্রিগেড। বোলাররা খুব একটা সুবিধা করতে না পারলেও সূর্য যে পুরনো ফর্মেই আছেন তা ফের একবার প্রমাণ করলেন। প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান তোলে অস্ট্রেলিয়া। ঝোড়ো ইনিংস খেলেন স্টিভ স্মিথ এবং ইংলিশ। ইংলিশের ব্যাট থেকে শতরানও আসে। জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। তারপর ঈশান কিষাণ এবং সূর্যকুমার ব্যাটে ঝড় তোলেন। শেষ যোগ দেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং-ও। একবল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
শুধু জয় নয়, রেকর্ড গড়ে জয়। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম এত বেশী রান তাড়া করে জয় পেয়েছে ভারত। এর আগে ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে ২০৭ রান তাড়া করেছিল টিম ইন্ডিয়া। ২০২০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০৪ রান তাড়া করে জয় পেয়েছিল ভারত। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০২ রান চেজ করেও ভারত ম্যাচ জিতে ছিল। বৃহস্পতিবারের ম্যাচে সূর্যর ব্যাট থেকে আসে ৪২ বলে ৮০ এবং ঈশান কিষাণ করেন ৩৯ বলে ৫৮। এছাড়া ১৪ বলে ২২ রানের ইনিংস খেলে দলকে জেতান রিঙ্কু।
ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলেন, "অধিনায়ক হিসেবে ম্যাচ জেতার আনন্দ যে কতটা সেটা এখন বুঝতে পারছি। অস্ট্রেলিয়া যেভাবে শুরু করেছিল প্রথমে ভেবেছিলাম ২৩০-র বেশি রান করবে। কিন্তু আমাদের বোলাররা সেটা হতে দেয়নি। বিশেষ করে শেষ ওভারে মুকেশ খুবই ভালো বল করেছে। বিশ্বকাপ হেরে গিয়ে আমরা যে ফের কামব্যাক করেছি এটা সত্যিই খুব ভালো। বিশেষ করে সমর্থকরা এত ভালোবাসা দিচ্ছেন তা বাড়তি অক্সিজেন যোগাচ্ছে"।
৫ ম্যাচের সিরিজে ভারত এখন ১-০ ব্যবধানে এগিয়ে। ভারতের পরের ম্যাচ রয়েছে রবিবার, তিরুবনন্তপূরমে। তারপর খেলবে গুয়াহাটিতে। চতুর্থ ম্যাচ রয়েছে রায়পুরে এবং পঞ্চম ম্যাচ খেলবে বেঙ্গালুরুতে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন