ওভালে ভারতকে প্রথম ইনিংসে ৯৯ রানের লীড দিয়েছে ইংল্যান্ড। চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানেই ভারতকে বেঁধে ফেলে ব্রিটিশরা। জবাবে প্রথম ইনিংসে স্কোর বোর্ডে ২৯০ রান যোগ করে ইংল্যান্ড। স্বাভাবিক ভাবে হেডিংলের পর ওভালেও প্রথম ইনিংসের শেষে ভালো জায়গায় রুট বাহিনী।
লন্ডনে দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভারতের পক্ষেই ছিলো। বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ইন ফর্ম রুটকে ফিরিয়ে দিয়েছিলেন উমেশ যাদব। শুক্রবার শুরুতেই উমেশের হাত ধরে জোড়া ধাক্কা আসে ব্রিটিশ শিবিরে। ক্রেগ ওভার্টন ১ রানে এবং ডেভিড মালান ৩১ রান করে উমেশের শিকার হন।
৬২ রানে পাঁচ উইকেট খোয়ানোর পর ধুঁকতে থাকা থ্রি লায়ন্সদের দিশা দেখান জনি বেয়ারিস্টো এবং ওলি পোপ জুটি। ষষ্ঠ উইকেটে এই জুটি ৮৯ রান যোগ করে ব্রিটিশদের ভালো জায়গায় নিয়ে যায়। বেয়ারিস্টো খেলেন ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে ব্যাট হাতে ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে সব রং কেড়ে নিয়েছেন ওলি পোপ। ১৫৯ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেললেন তিনি।
ইংল্যান্ডের রানের ঘোড়া এগিয়ে নিয়ে গেছেন মঈন আলি এবং ক্রিস ওকস জুটিও। মঈন ইংল্যান্ডের স্কোর বোর্ডে ৩৫ রান যোগ করেছেন। অন্যদিকে বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে অনবদ্য অর্ধশতরান করে দেখালেন ক্রিস ওকস।
ভারতের হয়ে এই ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন উমেশ যাদব। জোড়া উইকেট নেয় জসপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা। একটি করে উইকেট আসে মহম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরের খাতায়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন