India England Test: দ্বিতীয় টেস্ট শুরুর আগেই দুই শিবিরে চোটের ধাক্কা

১২ ই আগস্টে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেলো দুই শিবির। চোটে জর্জরিত হয়ে পড়েছেন ভারতের শার্দুল ঠাকুর এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।
ক্রিকেটের মক্কা লর্ডস
ক্রিকেটের মক্কা লর্ডসছবি বিসিসিআই ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

নটিংহ্যাম টেস্টের পঞ্চম দিনে বৃষ্টির ভ্রুকুটিতে অমীমাংসিত থাকে ম্যাচ। প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে জয়ের খাতা খুলতে মুখিয়ে আছে ইংল্যান্ড ও ভারত - দুই পক্ষই। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। 'ক্রিকেটের মক্কা' লর্ডসে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এদিকে ১২ ই আগস্টে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগেই বড় ধাক্কা খেলো দুই শিবির। চোটে জর্জরিত হয়ে পড়েছেন ভারতের শার্দুল ঠাকুর এবং ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড।

হ্যামস্ট্রিংএর চোটের শিকার ভারতের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। লর্ডস টেস্টে তাঁর মাঠে নামা অনিশ্চত। ভারত অধিনায়ক বিরাট কোহলি আগেই জানিয়েছিলেন তাঁরা চার জন জোরে বোলার নিয়ে খেলতে নামবেন। তাই শার্দুলের জায়গায় ইশান্ত শর্মাকে খেলানো হতে পারে বলে জানা গিয়েছে। তবে সুযোগ হতে পারে রবিচন্দ্রন অশ্বিনেরও।

অন্যদিকে সিন বোনের চোটে কাবু হয়েছেন ব্রিটিশ তারকা পেসার স্টুয়ার্ট ব্রড। সিন বোন মুড়ে যাওয়ায় ডান পা ফেলতে পারছেন না তিনি। আগামীকাল তাই ব্রডের মাঠে নামা একপ্রকার অসম্ভব। লর্ডসে ইংল্যান্ডের জার্সিতে ১৫০ তম ম্যাচ খেলার কথা ছিলো ব্রডের। তবে সম্ভবত তা আর সম্ভব হচ্ছে না। ১৫০ তম ম্যাচ খেলার জন্য অপেক্ষা বাড়লো তাঁর। ব্রডের পরিবর্তে ব্রিটিশ দলে জায়গা হতে পারে মার্ক উডের।

বৃষ্টির কারণে নটিংহ্যাম টেস্টে কোনো ফলাফল হয়নি। চতুর্থ দিনের শেষে এগিয়ে ছিলো ভারতই। তবে পঞ্চম দিনে ব্যাট হাতে নামতেই পারেননি বিরাটরা। ম্যাচ অমীমাংসিত রয়ে যায়। দ্বিতীয় টেস্টে দুই দলই প্রথম জয় পেতে বদ্ধপরিকর। প্রথম টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুট অনবদ্য এক শতরান হাঁকান। অন্যদিকে ভারত অধিনায়ক কোহলি জিমি অ্যান্ডারসনের প্রথম বলেই শূন্য রানে প্যাভিলিয়নের রাস্তা দেখেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক সমালোচনা করা হয়েছে। বিরাট কি দ্বিতীয় টেস্টে পারবেন নিজের জাত চেনাতে? নাকি শেষ হাসি হাসবেন সেই অ্যান্ডারসনই। অপেক্ষা সময়ের।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in