ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচিতে চতুর্থ টেস্ট জিতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করেছে ভারত। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় আরও সুবিধাজনক জায়গায় উঠে এলো টিম ইন্ডিয়া।
৫ উইকেটে ইংল্যান্ডকে হারানোর পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট তালিকায় ভারতের পয়েন্ট শতাংশ ৫৯.৫২ থেকে বেড়ে হল ৬৪.৫৮ শতাংশ। ভারতের পরেই আছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট শতাংশ ৫৫ এবং বাংলাদেশ ৫০ পয়েন্ট শতাংশ নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পয়েন্ট শতাংশ ৭৫। ইংল্যান্ড রয়েছে অষ্টম স্থানে। বেন স্টোকসদের পয়েন্ট ২১ এবং পয়েন্ট শতাংশ ১৯.৪৪।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে আছে পাকিস্তান। ৫ ম্যাচ খেলে ২টি জয় এবং ৩টি হার নিয়ে বাবর আজমদের পয়েন্ট শতাংশ ৩৬.৬৬। ষষ্ঠ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের পয়েন্ট শতাংশ ৩৩.৩৩। সপ্তম স্থানে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পয়েন্ট শতাংশ ২৫। কোনো পয়েন্ট ছাড়াই নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। তারা ২টি টেস্ট ম্যাচের মধ্যে একটিতেও জয় পায়নি।
ভারতের পঞ্চম এবং সিরিজের শেষ টেস্ট ম্যাচ রয়েছে ধর্মশালাতে। আগামী ৭ মার্চ থেকে ১১ মার্চ সেই ম্যাচ হবে। সিরিজ জিতলেও শেষ ম্যাচ কোনোভাবেই হালকা ভাবে নিচ্ছেন না অধিনায়ক রোহিত শর্মা। ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকায় আরও পয়েন্ট সংগ্রহের জন্য ধর্মশালা টেস্টও জিততে হবে ভারতকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন