IND vs SA: সমতা ফেরানোর লড়াইয়ে নামছে ভারত, দলে ফিরতে পারেন জাদেজা!

People's Reporter: বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তাদের পয়েন্ট ১৪।
সমতা ফেরানোর লক্ষ্যে নামছেন রোহিতরা
সমতা ফেরানোর লক্ষ্যে নামছেন রোহিতরাছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

বুধবার টেস্ট সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে নামছে ভারতীয় ক্রিকেট দল। নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রথম টেস্ট জিতে অ্যাডভান্টেজে আছে প্রোটিয়ারা।

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে টিম ইন্ডিয়া। তাদের পয়েন্ট ১৪। পয়েন্ট টেবিলে যাতে উপরে উঠে আসে টিম ইন্ডিয়া সেই লক্ষ্যেই খেলবেন রোহিতরা। তবে প্রথম টেস্টে হেরে কিছুটা হলেও চাপে রয়েছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মাকে ভাবাচ্ছে নিজের এবং শুবমন গিলের ফর্ম। কারণ প্রথম টেস্টের দু'টি ইনিংসেই ওপেনিং জুটি অথবা দ্বিতীয় উইকেটে সেইভাবে কোনো পার্টনারশিপ হয়নি।

প্রথম টেস্টের দুই ইনিংস মিলে যশস্বী করেছিলেন ২২ রান। রোহিত শর্মা করেছিলেন মাত্র ৫ রান। শুবমন গিল দুই ইনিংসে করেছিলেন ২৮ রান। ফলে টপ ওর্ডারে বেশি গুরুত্ব দিচ্ছে টিম ইন্ডিয়া। রবীন্দ্র জাদেজা দলের সাথে যুক্ত হওয়ায় এই টেস্টে একটি পরিবর্তন হলেও হতে পারে। রবিচন্দ্রন অশ্বিনের বদলে জাদেজাকে নামানো হতে পারে। এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে খেলানো হতে পারে মুকেশ কুমারকে।

দ্বিতীয় টেস্ট নিয়ে রোহিত শর্মা বলেন, দলে বিশেষ কিছু পরিবর্তন করা হবে না। ব্যাটিং-র ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। তিন নম্বর পজিশনের ব্যাটারকে একটু চাপ নিতে হয়। কখনও তাঁকেই ওপেনিং-এ নামতে হয়।

ভারতের সম্ভাব্য একাদশ -

রোহিত শর্মা, শুবমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরাহ, মুকেশ কুমার এবং শার্দুল ঠাকুর।

সমতা ফেরানোর লক্ষ্যে নামছেন রোহিতরা
East Bengal: নতুন বছরে নতুন চ্যালেঞ্জ, ডুরান্ড ডার্বি জয়কে ভুলতে পারছেন না কুয়াদ্রাত
সমতা ফেরানোর লক্ষ্যে নামছেন রোহিতরা
East Bengal: ২০২৪ সালে মর্যাদা টিকিয়ে রাখার লড়াই ইস্টবেঙ্গলের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in