বৃহস্পতিবার আপডেট হওয়া ফিফার সর্বশেষ র্যাঙ্কিং-এ ভারত ১০৫ তম স্থানে রয়েছে। ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য তাদের শেষ দুটি যোগ্যতা অর্জন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ভারতকে ১০৫ তম স্থানে থাকতে সাহায্য করেছে।
গত জুন মাসে কাতারে আফগানিস্তানের সাথে ১-১ ড্র করার পর ভারত বিশ্বকাপ বাছাইপর্বে আর এগোতে পারেনি। কিন্তু ২০২৩ এশিয়ান কাপের তৃতীয় বাছাই পর্বে জায়গা করে নিয়েছে।
বিশ্বকাপ যোগ্যতা নির্ণয় পর্বের গ্রুপ ই-তে ইগর স্টিমাকের ভারত যৌথভাবে তৃতীয় স্থানে শেষ করে।
এখনও পর্যন্ত ফিফা র্যাঙ্কিং-এ ভারত সেরা স্থান লাভ করেছে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে। সেবার ভারতের র্যাঙ্ক ছিলো ৯৪। ২০১৫ সালের মার্চ মাসে ভারতের সর্বনিম্ন অবস্থান ছিলো ১৭৩।
এই র্যাঙ্কিং-এ প্রথম স্থানে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে ব্রাজিল। তৃতীয় স্থানে ফ্রান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। পঞ্চম স্থানে ইটালী। পরবর্তী পাঁচটি স্থানে আছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, মেক্সিকো এবং আমেরিকা।
এশিয়ান দলগুলোর মধ্যে এই র্যাঙ্কিং-এ ২৪ তম স্থানে আছে জাপান এবং ২৬ তম স্থানে আছে ইরান।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন