FIFA র‍্যাঙ্কিং-এ ১০৫তম স্থানে ভারত

বৃহস্পতিবার আপডেট হওয়া ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং-এ ভারত ১০৫ তম স্থানে রয়েছে। ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য তাদের শেষ দুটি যোগ্যতা অর্জন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ভারতকে ১০৫ তম স্থানে থাকতে সাহায্য করেছে।
ভারতীয় ফুটবল দল
ভারতীয় ফুটবল দলফাইল ছবি ইন্ডিয়ান ফুটবল টিম ট্যুইটার হ্যান্ডেলের সৌজন্যে
Published on

বৃহস্পতিবার আপডেট হওয়া ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং-এ ভারত ১০৫ তম স্থানে রয়েছে। ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য তাদের শেষ দুটি যোগ্যতা অর্জন ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ভারতকে ১০৫ তম স্থানে থাকতে সাহায্য করেছে।

গত জুন মাসে কাতারে আফগানিস্তানের সাথে ১-১ ড্র করার পর ভারত বিশ্বকাপ বাছাইপর্বে আর এগোতে পারেনি। কিন্তু ২০২৩ এশিয়ান কাপের তৃতীয় বাছাই পর্বে জায়গা করে নিয়েছে।

বিশ্বকাপ যোগ্যতা নির্ণয় পর্বের গ্রুপ ই-তে ইগর স্টিমাকের ভারত যৌথভাবে তৃতীয় স্থানে শেষ করে।

এখনও পর্যন্ত ফিফা র‍্যাঙ্কিং-এ ভারত সেরা স্থান লাভ করেছে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে। সেবার ভারতের র‍্যাঙ্ক ছিলো ৯৪। ২০১৫ সালের মার্চ মাসে ভারতের সর্বনিম্ন অবস্থান ছিলো ১৭৩।

এই র‍্যাঙ্কিং-এ প্রথম স্থানে বেলজিয়াম। দ্বিতীয় স্থানে ব্রাজিল। তৃতীয় স্থানে ফ্রান্স। চতুর্থ স্থানে ইংল্যান্ড। পঞ্চম স্থানে ইটালী। পরবর্তী পাঁচটি স্থানে আছে আর্জেন্টিনা, স্পেন, পর্তুগাল, মেক্সিকো এবং আমেরিকা।

এশিয়ান দলগুলোর মধ্যে এই র‍্যাঙ্কিং-এ ২৪ তম স্থানে আছে জাপান এবং ২৬ তম স্থানে আছে ইরান।

- with inputs from IANS

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in