ভারত বমান ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ায় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলো পাকিস্তান। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।
২০২৩-২০২৫ মরশুম পর্যন্ত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন তালিকা প্রকাশিত হলো মঙ্গলবার। তাতে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি টেস্ট জিতে ১০০ শতাংশ পয়েন্ট পার্সেন্টেজ নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান (পয়েন্ট ১২)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি ম্যাচের মধ্যে একটি জিতে এবং একটি ড্র করে ৬৬.৬৭ পয়েন্ট পার্সেন্টেজের হিসেবে দ্বিতীয় স্থানে আছে রোহিতরা (পয়েন্ট ১৬)। প্রথম ম্যাচ জেতার পর ভারতেরও ১০০ পয়েন্ট পার্সেন্টেজ ছিল।
তাছাড়া দুটি ম্যাচে জয়, একটি ড্র এবং একটি হার নিয়ে ৫৪.১৭ পয়েন্ট পার্সেন্টেজ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে অজিরা। ইংল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ২৯.১৭। ভারতের বিরুদ্ধে একটা হার ও একটা ড্র নিয়ে ৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট পার্সেন্টেজের হিসেবে (১৬.৬৭) পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
উল্লেখ্য, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় টেস্টেও চালকের আসনে ছিল ভারত। কিন্তু রোহিতদের সমস্ত পরিকল্পনা ভেস্তে দেয় বৃষ্টি। ওই অঞ্চলে এতটাই বৃষ্টি হয় যে মাঠে নামতেই পারেনি দুই দল। তবে এখনও অনেক ম্যাচ খেলা বাকি ভারতের। ম্যাচগুলি জিতে শীর্ষস্থান পুনরুদ্ধার করাই এখন লক্ষ্য ভারতের।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন