IND vs ENG: প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই ধাক্কা, দিনের শেষ ৭ উইকেট হারিয়ে চাপে ভারত

People's Reporter: দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৭ উইকেটের বিনিময়ে ২১৯। ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র সফল হয়েছেন যশস্বী জয়সওয়াল।
ব্যাট করছেন ধ্রুব জুরেল
ব্যাট করছেন ধ্রুব জুরেলছবি - বিসিসিআই-র এক্স হ্যান্ডেল
Published on

চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১৩৪ রানে পিছিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৭ উইকেটের বিনিময়ে ২১৯। ভারতীয় ব্যাটারদের মধ্যে একমাত্র সফল হয়েছেন যশস্বী জয়সওয়াল।

শনিবার ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৩ রানে। জো রুট ২৭৪ বলে খেলে ১২২ রানে অপরাজিত থাকলেও অন্যদিক থেকে উইকেট পড়তে থাকে। অলি রবিনসন ৫৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দ্বিতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের ইনিংস শেষ হতে ভারতের দরকার ছিল ৩ উইকেট। ৩টি উইকেটই নেন রবীন্দ্র জাদেজা।

ভারতের প্রথম ইনিংসের শুরুটা ভালো হয়নি। ৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। ২ রান করে ডাগআউটে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। শুবমন গিল নেমে যশস্বীর কিছুটা সহযোগিতা করলেও ৩৮ রান করে আউট হন গিল। রজত পাতিদার (১৭), রবীন্দ্র জাদেজা (১২) এবং সরফরাজ খান (১৪) বিশেষ সুযোগ তৈরি করতে পারেননি। যশস্বী আউট হন ৭৩ রানে। অশ্বিন ফেরেন ১ রান করে। দিনের শেষে ১৭ রানে অপরাজিত কুলদীপ যাদব এবং ৩০ রানে নট আউট ধ্রুব জুরেল।

ইংল্যান্ডের হয়ে ৪টি উইকেট পেয়েছেন শোয়েব বসির। ২টি উইকেট নেন টম হার্টলে এবং জেমস অ্যান্ডারসন নেন ১টি উইকেট।

ব্যাট করছেন ধ্রুব জুরেল
ISL 2023-24: লিগ শীর্ষে ওঠার হাতছানি, ওড়িশা বধের লক্ষ্যে মোহনবাগান
ব্যাট করছেন ধ্রুব জুরেল
Ishan Kishan: BCCI-র নির্দেশ অমান্য করার শাস্তি, বোর্ডের নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন ঈশান কিষাণ!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in