প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালেই মাত্র ১৫ রানে শেষ হলো ভারতের ইনিংস। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানের লিড নিয়েছে রোহিত অ্যান্ড কোম্পানি। অন্যদিকে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ১ উইকেট হারিয়েছে ইংল্যান্ড।
কোনও ভারতীয় ক্রিকেটারের ব্যাট থেকে শতরান আসেনি। ওপেনার যশস্বী আউট হয়েছিলেন ৮০ রানে। কে এল রাহুল আউট হন ৮৬ রানে। পরে জাদেজা ও অক্ষর প্যাটেলের মধ্যে দুরন্ত পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল ভারত ৪৫০-র বেশি রান করে ইনিংস শেষ করবে। টেস্টের দ্বিতীয় দিনের শেষে দু'জনেই অপরাজিত ছিলেন। কিন্তু তৃতীয় দিনের শুরুতেই তাঁদের পার্টনারশিপ ভাঙেন ইংল্যান্ডের জো রুট। ৮৭ রানে আউট হয়ে ফিরতে হয় জাদেজাকে। ওই ওভারেই বুমরাহকে ডাক করেন রুট। পরবর্তী ওভারে রেহান আহমেদের বলে আউট হয়ে ফেরেন অক্ষর প্যাটেল। ভারতের ইনিংস শেষ হয় ৪৩৬ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন ইংল্যান্ডের জ্যাক ক্রাউলি এবং বেন ডাকেট। অশ্বিনের বলে আউট হয়ে ফিরতে হয় ক্রাউলিকে (৩৩ বলে ৩১ রান)। বর্তমানে ব্যাট করছেন বেন ডাকেট (৩৮) এবং অলি পোপ (১৬)। ইংল্যান্ডের ব্যাটারদের আটকাতে না পারলে কিছুটা হলেও সমস্যা হতে পারে ভারতের। লাঞ্চের আগে ইংল্যান্ডের রান ১ উইকেটের বিনিময়ে ৮৯।
উল্লেখ্য, প্রথম টেস্টের পর ২-৬ ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট হবে রাজকোটে। ১৫-১৯ ফেব্রুয়ারি সেই ম্যাচ হবে। ২৩-২৭ ফেব্রুয়ারি চতুর্থ টেস্ট হবে রাঁচিতে। শেষ এবং পঞ্চম টেস্ট ম্যাচ হবে ধর্মশালাতে। ৭-১১ মার্চ পঞ্চম টেস্টের দিন নির্ধারিত হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন