টানা তিন ম্যাচ জিতে এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেওয়া ভারতীয় দল হো চি মিন সিটিতে দুই প্রীতি ম্যাচেই মুখ থুবড়ে পড়লো। প্রথম ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে অনেকটাই পিছিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিল ব্লু টাইগার্সরা। মঙ্গলবার শক্তিশালী ভিয়েতনামের কাছে দাঁড়াতেই পারলো না। ০-৩ ব্যবধানে হারলেন সুনীল ছেত্রীরা।
ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে সাত ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের বিপক্ষে লড়াইটা যে সহজ হবে না, তা বেশ ভালো করেই জানতেন ইগোর স্টিম্যাচ। তবে এভাবে পর্যুদস্ত হতে হবে তা হয়তো অনুমান করা যায়নি। গোটা ম্যাচে ভারতকে দাঁড়াতেই দিল না ভিয়েতনাম।
এদিন ম্যাচের দশ মিনিটেই এগিয়ে যায় ভিয়েতনাম। কর্নার থেকে আসা ফিরতি বলে দুর্দান্ত ভলিতে ভারতের জালে বল জড়ান ফ্যান ভ্যান ডুক। গোল খেয়ে চাপে পড়া ভারত আক্রমণ করার চেষ্টা করলেও তা সফল হয়নি। দুই প্রান্ত ধরে ভিয়েতনামের বারংবার আক্রমণ সামলানোর জন্য রক্ষণভাগ কঠিন পরীক্ষার সামনে পড়ে।
প্রথমার্ধে এগিয়ে থাকা ভিয়েতনাম দ্বিতীয়ার্ধের শুরুতে ফের গোল পেয়ে যায়। ৪৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ভ্যান তিয়ান। প্রথমার্ধে দাপট দেখানো ভিয়েতনাম দ্বিতীয়ার্ধে আক্রমণ আরো বাড়াতে থাকে। ভারতের হয়ে আক্রমণ তৈরি করার জন্য স্টিম্যাচ ৬৬ মিনিটের মাথায় উদান্ত সিং-এর পরিবর্তে মাঠে নামান লিস্টন কোলাসোকে। তবে কোলাসো নামার চার মিনিট বাদে আরও একটি গোল হজম করতে হয়। ৭০ মিনিটে তৃতীয় গোলটি করেন ভ্যান কায়েত।
সুনীল ছেত্রী একক প্রচেষ্টাতে কয়েকবার ভিয়েতনামের ডি বক্সে প্রবেশ করলেও গোল করতে পারেননি। দুই প্রীতি ম্যাচে হতাশা ছাড়া আর কিছুই পেলো না ভারত শিবির।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন