এশিয়ান গেমসের শুরুতেই ধাক্কা খেল ভারত। চীনের কাছে ৫-১ গোলে হারতে হলো সুনীলদের। প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলে স্টিমাচের ছেলেরা।
১৯ তম এশিয়ান গেমসে প্রথম ম্যাচ ছিল ভারতের। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে চীন। যার সুবাদে ১৭ মিনিটের মাথায় গোল করে চীনকে এগিয়ে দেন টিয়ানি গাও। তারপরে ভারতের গোলরক্ষক গুরমীতের ভুলে পেনাল্টি পায় চীন। কিন্তু গুরমীতেরই অসাধারণ সেভে গোল হয়নি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে চীনা ডিফেন্ডারকে টপকে অসামান্য গোল করেন ভারতের রাহুল কেপি।
প্রথমার্ধ ১-১ শেষে হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চীনের ফুটবলাররা। ৫১ মিনিটের মাথায় দাই ওয়েইজুনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চীন। দ্বিতীয়ার্ধে রীতিমতো ছন্দ হারিয়ে ফেলে স্টিমাচের ছেলেরা। ৭২ মিনিটের চীনের তৃতীয় এবং নিজের প্রথম গোল করেন তাও কুইয়ানলং। ৪ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৭৬ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং চীনের চতুর্থ গোল করেন তাও। বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় সন্দেশরা। ইনজুরি টাইমে ম্যাচের শেষ এবং চীনের পঞ্চম গোল করেন এইচ. ফাং।
ভারতীয় সমর্থকরা হতাশ হলেও তাঁরা হাল ছাড়তে নারাজ। অনেকে বলেছেন, এতটা পথ অতিক্রম করে ভারত ম্যাচ খেলতে নেমেছে। একটু ক্লান্তি থাকবেই। প্র্যাকটিসেরও সময় পায়নি। পরবর্তী ম্যাচগুলিতে ভারত শক্তিশালীভাবে ফিরে আসবে।
ভারত চীনের কাছে ৫-১ গোলে হারলেও অন্য ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে মায়ানমার। ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের সাথে, ২১ সেপ্টেম্বর। মায়ানমারের সাথে ম্যাচ আছে ২৪ সেপ্টেম্বর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন