Asian Games: প্রথম ম্যাচেই ধাক্কা, চীনের কাছে ৫-১ গোলে হার ভারতের

People's Reporter: প্রথমার্ধ ১-১ শেষে হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চীনের ফুটবলাররা। খেলা শেষ হয় ৫-১ ব্যবধানে। ভারতের হয়ে একমাত্র গোলটি করেছেন রাহুল কেপি।
সুনীল ছেত্রী
সুনীল ছেত্রীফাইল ছবি সংগৃহীত
Published on

এশিয়ান গেমসের শুরুতেই ধাক্কা খেল ভারত। চীনের কাছে ৫-১ গোলে হারতে হলো সুনীলদের। প্রথমার্ধে লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলে স্টিমাচের ছেলেরা।

১৯ তম এশিয়ান গেমসে প্রথম ম্যাচ ছিল ভারতের। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে চীন। যার সুবাদে ১৭ মিনিটের মাথায় গোল করে চীনকে এগিয়ে দেন টিয়ানি গাও। তারপরে ভারতের গোলরক্ষক গুরমীতের ভুলে পেনাল্টি পায় চীন। কিন্তু গুরমীতেরই অসাধারণ সেভে গোল হয়নি। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে চীনা ডিফেন্ডারকে টপকে অসামান্য গোল করেন ভারতের রাহুল কেপি।

প্রথমার্ধ ১-১ শেষে হলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চীনের ফুটবলাররা। ৫১ মিনিটের মাথায় দাই ওয়েইজুনের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চীন। দ্বিতীয়ার্ধে রীতিমতো ছন্দ হারিয়ে ফেলে স্টিমাচের ছেলেরা। ৭২ মিনিটের চীনের তৃতীয় এবং নিজের প্রথম গোল করেন তাও কুইয়ানলং। ৪ মিনিটের ব্যবধানে অর্থাৎ ৭৬ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং চীনের চতুর্থ গোল করেন তাও। বেশ কয়েকটি আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় সন্দেশরা। ইনজুরি টাইমে ম্যাচের শেষ এবং চীনের পঞ্চম গোল করেন এইচ. ফাং।

ভারতীয় সমর্থকরা হতাশ হলেও তাঁরা হাল ছাড়তে নারাজ। অনেকে বলেছেন, এতটা পথ অতিক্রম করে ভারত ম্যাচ খেলতে নেমেছে। একটু ক্লান্তি থাকবেই। প্র্যাকটিসেরও সময় পায়নি। পরবর্তী ম্যাচগুলিতে ভারত শক্তিশালীভাবে ফিরে আসবে।

ভারত চীনের কাছে ৫-১ গোলে হারলেও অন্য ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে মায়ানমার। ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের সাথে, ২১ সেপ্টেম্বর। মায়ানমারের সাথে ম্যাচ আছে ২৪ সেপ্টেম্বর।

সুনীল ছেত্রী
পরিকাঠামোর অভাব থাকা সত্বেও লা লিগার অ্যাকাডেমির জন্য বাছা হলো রাজ্যের এই স্টেডিয়ামকে
সুনীল ছেত্রী
১৮ মাস বেতন পাননি - সংসার চালাতে চন্দ্রযানের লঞ্চপ্যাড তৈরি করা টেকনিশিয়ান এখন ইডলি বিক্রেতা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in